স্থিতিশীল শঙ্খ ঘোষ, হাসপাতালে এসে দেখা করে গেলেন রাজ্যপাল, সুজন, অশোক
শঙ্খবাবুর মেয়ে ও জামাইয়ের সঙ্গেও কথা বলেন ধনকড়।
নিজস্ব প্রতিবেদন : হাসপাতালে ভর্তি কবি শঙ্খ ঘোষ। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। মূলত বয়সজনিত সমস্যায় ভুগছেন শঙ্খবাবু। ২ থেকে ৩ সপ্তাহ লাগবে সুস্থ হতে। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা।
গত চব্বিশ ঘণ্টায় চিকিত্সায় যথেষ্ট সাড়া দিয়েছেন শঙ্খ ঘোষ। এদিন অসুস্থ কবিকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। টুইটে রাজ্যপাল জানান, শঙ্খবাবুর শারীরিক অবস্থা এখন ভাল। শঙ্খবাবুর মেয়ে ও জামাইয়ের সঙ্গেও কথা বলেন ধনকড়।
কবি ও প্রাবন্ধিক শঙ্খ ঘোষের দ্রুত আরোগ্য কামনা করেছেন বামপরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীও। আজ বিকেলে বিধায়ক তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান তিনি। সেখানে গিয়ে শঙ্খ ঘোষের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন, যে মোদী তিন তালাক রদ করেন, তাঁর কানে কান্না পৌঁছচ্ছে না? 'সুপ্রিম' রায়ে হতাশ কলকাতার 'শাহিনবাগ'
খোঁজখবর নেন তাঁর শারীরিক অবস্থার। পরে হাসপাতাল থেকে বেরনোর সময় সুজন চক্রবর্তী বলেন, "আগের থেকে অনেকটাই সুস্থ আছেন তিনি। সুস্থ হয়ে দ্রুত কর্মজীবনে ফিরে আসুন শঙ্খ ঘোষ। এটাই আমরা সবাই কামনা করি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।"