নিজস্ব প্রতিবেদন: বিজেপির 'শহিদ সম্মান যাত্রা' ঘিরে দমদমে ধুন্ধুমার। বিজেপি কর্মীদের মিছিল করতে বাধা দেওয়ার অভিযোগ পুলিসের বিরুদ্ধে। সূত্রের খবর, গ্রেফতার করা হয়েছে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার-সহ বিজেপির পাঁচ বিধায়ককে। গ্রেফতার করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'শহিদ সম্মান যাত্রা' কর্মসূচির জন্য মঙ্গলবার সকালে গৌরীবাড়ি মন্দিরে পুজো দেন শান্তনু ঠাকুর। তার আগে থেকে সেখানে জড়ো হয়েছিলেন পুলিস কর্মীরা। অভিযোগ, কর্মীদের নিয়ে শান্তনু ঠাকুরকে পুজো দিতে বাধা দেওয়া হয়। এরপর বিজেপির মিছিলে বাধা দেওয়া হয়। পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে যান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং উত্তর ২৪ পরগনা ও বনগাঁর কয়েকজন বিধায়ক।


আরও পড়ুন: CPIM: 'জাগো বাংলা'য় লেখার জের, অনিল-কন্যা Ajanta-কে সাসপেন্ডের প্রস্তাব গেল আলিমুদ্দিনে


আরও পড়ুন: Kolkata: রাতের শহরে ফের শুটআউট, ফুটবল খেলা নিয়ে বচসায় গুলিবিদ্ধ ১


বিজেপির অভিযোগ, নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভ শুরু করলে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপির ৫ বিধায়ক এবং জয়প্রকাশ মজুমদারকে এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়। বিজেপি কর্মীদের নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি।