ওয়েব ডেস্ক: পাঁচ বছর পর নিউটাউনে তরুণী খুনের কিনারা করল পুলিস। পাটনা থেকে ধৃত অভিযুক্ত। দুহাজার বারোর পঁচিশে এপ্রিল নিউটাউনে এক অভিজাত বহুতলে উদ্ধার হয় সোনিয়া সরকার নামে ওই তরুণীর দেহ। অভিযুক্ত অজয় শুক্লা সোনিয়াকে খুনের পরই পালিয়ে যায় পাটনায়। সেখানেই নাম ভাঁড়িয়ে থাকতে শুরু করে সে। এদিকে পুলিসি তদন্তে অজয় শুক্লার বিরুদ্ধে একের পর এক তথ্য প্রমাণ পুলিসের হাতে উঠে আসে। জেরায় ধৃত স্বীকার করেছে, সোনিয়ার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সে। বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন সোনিয়া। রাজি না হলে অজয়ের স্ত্রী এবং পরিবারকে এই সম্পর্কের কথা জানিয়ে দেবেন বলে হুমকিও দেন। এনিয়ে তাদের মধ্যে ব্যাপক ঝামেলা হয় দুহাজার বারোর চব্বিশে এপ্রিল। সেই সময়ই সোনিয়ার তেরো তলার ফ্ল্যাট থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অজয়।


বিপর্যয়ের বছর পার, অথচ এখনও ঝুলে বিচারপর্ব