বিধানসভা ভোটে ষড়যন্ত্রের অভিযোগ, Jitin Prasad-এর বিরুদ্ধে সরব প্রদেশ Congress
স্টার প্রচারকদের তালিকা দিলেও শীর্ষ নেতাদের ভোট প্রচারে আনেননি জিতিন, অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ বুধবার বিজেপিতে যোগ দিতেই সরব প্রদেশ কংগ্রেস। একুশের বিধানসভা ভোটে প্রদেশ কংগ্রেসের ইনচার্জ থাকার সময় ষড়যন্ত্র করেছেন জিতিন প্রসাদ। ষড়যন্ত্র করেই বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে আনেননি তিনি। এমনটাই অভিযোগ এ রাজ্যের কংগ্রেস নেতাদের একাংশের।
জিতিন প্রসাদ বিজেপিতে যোগ দিতেই সরব হয়েছেন কংগ্রেস নেতা রোহন মিত্র, দলের মুখপাত্র কামরুদ্দিন চৌধুরী ও অশোক ভট্টাচার্য। তাঁদের দাবি, বিধানসভা ভোটে প্রচারের জন্য স্টার প্রচারকদের তালিকা জিতিন প্রসাদের হাতে তুলে দিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, কোনও শীর্ষ নেতাদের এরাজ্যে ভোটের প্রচারে আনেননি তিনি। বিজেপির চর হয়ে এরাজ্যে কাজ করেছেন তিনি। টাকাপয়সা নয়ছয় করেছেন।
আরও পড়ুন: আজ আইসোলেশন থেকে Buddhadeb Bhattacharya-কে নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী মীরা
আরও পড়ুন: ট্যাংরার বস্তিতে আগুনে ভষ্মিভূত ৬টি ঘর, ঘটনাস্থলে ৪টি ইঞ্জিন
বুধবার দুপুরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতিন প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তিনি। দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। বিজেপি সূত্রে খবর, আসন্ন উত্তরপ্রদেশ ভোটে ব্রাহ্মণ মুখ হিসেবে জিতিনকে বড় দায়িত্ব দিতে পারে দল।