আজ আইসোলেশন থেকে Buddhadeb Bhattacharya-কে নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী মীরা

যে যে মেডিক্যাল পরিষেবা প্রয়োজন আছে তা বাড়িতেই রাখার ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিক রয়েছে অক্সিজেন স্তর। 

Updated By: Jun 9, 2021, 02:38 PM IST
আজ আইসোলেশন থেকে Buddhadeb Bhattacharya-কে নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী মীরা

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) এখন করোনা (Corona) মুক্ত। সেফ হাউজ থেকে তিনি বাড়ি ফিরলেন। তাঁর সঙ্গে স্ত্রী মীরা ভট্টাচার্যও বাড়ি ফিরলেন আজ। সপ্তাহখানেক আইসোলেশনে ছিলেন তাঁরা। 

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অ্যান্টিবডির রিপোর্ট স্বাভাবিক। এক বেসরকারি নার্সিংহোমের আইসোলেশনে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

নেবুলাইজার রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এখন বাড়িতেই ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন তিনি। যে যে মেডিক্যাল পরিষেবা প্রয়োজন আছে তা বাড়িতেই রাখার ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিক রয়েছে অক্সিজেন স্তর। 

আরও পড়ুন: ব্রজ রায়ের পোস্ট মর্টেম রিপোর্ট, করোনায় আক্রান্ত হয়ে কিডনি-ফুসফুসে উল্লেখযোগ্য পরিবর্তন

অন্যদিকে, একেবারেই সুস্থ মীরা ভট্টাটার্য। তাঁর বেশ কয়েকদিন ধরেই স্বাভাবিক রয়েছে অক্সিজেনের মাত্রা। এদিন, খাওয়া দাওয়া করেই নার্সিংহোম থেকে বের হন বুদ্ধদেব ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য। 

প্রসঙ্গত, মে মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya) ও তাঁর স্ত্রী  মীরাও। করোনা আক্রান্ত হলেও প্রথমদিকে হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধদেববাবু(Buddhadeb Bhattacharya)। বাড়িতেই তাঁর ৫ মিলিলিটার অক্সিজেন বাড়িয়ে দিয়ে ছিলেন চিকিৎসকরা। তবে সেসময় স্ত্রীকে ভর্তি করা হয় হাসপাতালে, কারণ তাঁর অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল। কিন্তু ২৫ মে বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। 

আরও পড়ুন: মীরজাফর’, ‘গদ্দার’! ডোমজুড়ে Rajib-এর বিরুদ্ধে সরব তৃণমূল, লাগানো হল পোস্টার

এরপর ২ জুন হাসপাতাল থেকে ছাড়া পান  বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ৭ দিন ডাক্তারের তত্ত্বাবধানে  নিভৃতবাসে রাখা হয় তাঁকে। আজ সেখান থেকেই স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.