নিজস্ব প্রতিবেদন:  হস্টেল-জট কাটাতে এবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। পাশাপাশি তাঁরা আবেদন জানাবেন রাজ্যপালের কাছেও। হোস্টেলের সংস্কারের দাবিতে এখনও নিজেদের অবস্থানে অনড় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। হস্টেলের দাবিতে সোমবারও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ‘রান্নায় নুন বেশি হয়েছে ভাই’, দিদির ফোন পেয়েই বিপদ আঁচ করতে পেরেছিলেন ভাই


প্রসঙ্গত, গত ৬ অগাস্ট হোস্টেল ইস্যুতে সরকারের কোর্টেই বল ঠেকে দিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া। তিনি এক্ষেত্রে পূর্ত দফতরকে দুষেছিলেন। তাঁর দাবি, ‘‘পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা যেদিন হোস্টেল সারিয়ে দেবেন, সেদিনই তাঁদের হিন্দু হোস্টেলে ফিরিয়ে দেওয়া হবে।’’ যদিও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাফ জানিয়েছেন, পূর্ত দফতরের কোনও দোষই নেই।


আরও পড়ুন: দেহ চুল্লিতে ঢোকানো হচ্ছিল, আচমকাই বেজে উঠল শ্মশান কর্মীর ফোন!


অবিলম্বে হিন্দু হস্টেলে তাদের থাকার ব্যবস্থা করতে হবে, এই দাবিতে দু সপ্তাহ ধরে লাগাতার আন্দোলনে পড়ুয়ারা। উপাচার্যের ঘরের সামনে চলছে অবস্থান। গত ছ’দিন ধরে  বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই স্নান, খাওয়াদাওয়া করছেন আন্দোলনরত পড়ুয়ারা। এমনকি, রাতে তাঁরা বিছানা-বালিশ নিয়ে ওখানেই ঘুমাচ্ছেন। হস্টেল না পাওয়া পর্যন্ত এ ভাবেই আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দিলেন তাঁরা। এবার হস্টেল-জট কাটাতে তাই শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের কাছে আর্জির সিদ্ধান্ত  নিয়েছেন আন্দোলনকারীরা।