নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ই ধুঁকছে শিক্ষকের অভাবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ৫৫ শতাংশ পদে কোনও শিক্ষক নেই। শিক্ষক সংকটে কেন্দ্রের বরাদ্দ টাকা হাতে পাচ্ছে না শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, কটা ইলিশ চাই? অর্ডার করুন সরকারি অ্যাপে, হিমঘর থেকে সোজা পৌঁছে যাবে হেঁসেলে


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রুশার বরাদ্দ ২০ কোটি টাকা হাতে পায়নি তারা। তার কারণ এই টাকা পেতে গেলে নূন্যতম ৬৭ শতাংশ শিক্ষক থাকতেই হবে বিশ্ববিদ্যালয়ে। এখন ৬৭ শতাংশ তো দূরের কথা, প্রেসিডেন্সিতে এই মুহুর্তে ৫৫ শতাংশ শিক্ষকও নেই।


আরও পড়ুন, চাকা গড়ানোর আগেই, ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রা ঘিরে একরাশ অনিশ্চয়তা!


প্রেসিডেন্সির মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা ৩১৩। বর্তমানে রয়েছেন মাত্র ১৭০ জন শিক্ষক।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সংরক্ষণের জন্যেই এই ৫৫ শতাংশ আসনের একটিতেও শিক্ষক পাওয়া যাচ্ছে না।