অয়ন ঘোষাল: রাষ্ট্রপতি পদে বসার পর সোমবার প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু। সোমবার এবং মঙ্গলবার দুই দিনের রাজ্য সফরে সোমবার সকাল ১১.৫৫ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানেই অভ্যর্থনা এবং গার্ড অফ অনারের পরে চপারে তিনি সোজা চলে যাবেন রেসকোর্স হেলিপ্যাডে। সেখান থেকে সড়ক পথে সরাসরি রাজভবনে পৌঁছবেন দ্রৌপদী মুর্মু। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পরে তাঁর এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন নেতাজি ভবনে যাওয়ার কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে সেখান থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন রাষ্ট্রপতি। ঘুরে দেখতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। এরপর সেখান থেকে আবার রাজভবনে ফিরে আসবেন। দুপুরে বিজেপির প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং পরে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।


আরও পড়ুন: Kolkata Child Death: প্রতিবেশীর ফ্ল্যাটে মিলল শিশুর দেহ, পুলিসি নিস্ক্রিয়তার অভিযোগ পরিবারের


এরপর  বিকেলে রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


সোমবার রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার, ২৮ মার্চ সকালে তাঁর বেলুড়মঠে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে দ্রৌপদী মুর্মুর সম্ভাব্য গন্তব্য শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা।


আরও পড়ুন: CPM Vs TMC: হাতিয়ার সোশ্যাল মিডিয়া, নিয়োগ দুর্নীতিতে পাল্টা প্রচারে সিপিএম


সেখান থেকে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দুপুরে আম্রকুঞ্জের জহরবেদীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দ্রৌপদী মুর্মুর। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।


রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কলকাতা পুলিস সূত্রে খবর, শনিবার থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় জোরদার পুলিসি টলহদারি চলছে। রাষ্ট্রপতির দুই দিনের রাজ্য সফরের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার দুই দিনই দমদম বিমানবন্দর, কলকাতা, বেলুড় মঠ এবং বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)