TET: `অন্যায্য দাবি, নিয়োগ দেওয়া যায় না`, অনশনরত টেট চাকরিপ্রার্থীদের সাফ বার্তা পর্ষদ সভাপতির
Primary Recruitment: ২০১২ সাল থেকে টেট পাস সকল প্রার্থী যদি বয়স থেকে থাকে, তবে সবাই-ই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আর ৪০ বছর বয়স হয়ে গিয়ে থাকলে, সেক্ষেত্রে বয়সসীমায় ছাড় দিলে তাঁরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।
শ্রেয়সী গঙ্গোপাধ্য়ায়: ২০১৪-র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের দাবি আইনসম্মত নয়। অন্যায্য দাবি করছেন তাঁরা। সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। পাশাপাশি, ২০১৪-র টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ করলেন তিনি। পর্ষদ সভাপতি সাফ জানান,'নীতিগতভাবে নিয়োগ দেওয়া যায় না। কারণ, ২০১৬ সালের নিয়োগ নীতি আইন মেনেই নিয়োগ করতে হবে। আজকে যারা নন-ইনক্লুডেড ক্যানডিডেট, তাঁরা পর পর দুবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়েছিলেন। তা সত্ত্বেও তাঁরা এমপ্যানেলড হননি। এখন আইন মেনেই নিয়োগ করতে হবে। তাই নন-ইনক্লুডদের নিয়োগ দেওয়া যায় না।'
গৌতম পাল আরও বলেন, 'প্রশিক্ষণপ্রাপ্তরাও চাকরির দাবিদার। ১৬,১০১ জনের প্রশিক্ষণ রয়েছে।' এমনকি তিনি এও বলেন যে, ২০১২ সাল থেকে টেট পাস সকল প্রার্থী যদি বয়স থেকে থাকে, তবে সবাই-ই নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আর ৪০ বছর বয়স হয়ে গিয়ে থাকলে, সেক্ষেত্রে বয়সসীমায় ছাড় দিলে তাঁরাও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে সেই ছাড় দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কারণ সেক্ষেত্রে আইন পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত, করুণাময়ী মোড়ে ২০১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের অবস্থান বদলেছে আমরণ অনশনে। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
চাকরিতে অবিলম্বে নিয়োগের দাবিতে করুণাময়ী মোড়ে সোমবার থেকেই ধরনায় বসেন ২০১৪-র টেট উত্তীর্ণরা। রাতভর সেই অবস্থানে অনড় থাকেন আন্দোলনকারীরা। সকালের দিকে ধরনায় অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েকজন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তারপরেও ধরনা থেকে পিছু হটেননি তাঁরা। বরং নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন আন্দোনকারীরা। পাশাপাশি, তাঁদের দাবির দ্রুত সমাধান না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। এই পরিস্থিতিতে অবস্থান তুলে নিতে মাইকিং করে পুলিস। অবস্থান না তুললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিস। কিন্তু তাতে কর্ণপাত করতে রাজি নন আন্দোলনকারীরা।
আরও পড়ুন, Aditi Munshi, Debraj Chakraborty: অদিতির কাউন্সিলর স্বামীকে সিবিআইয়ের তলব, সহযোগিতার আশ্বাস দেবরাজের
যে প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি অভিযোগ করেন যে, 'কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান আন্দোলনকে প্রভাবিত করছে। এভাবে নিয়োগ প্রক্রিয়ায় 'রাজনীতির অনুপ্রবেশ' ঘটাবেন না।' প্রসঙ্গত, এর আগেই গৌতম পাল ঘোষণা করেছিলেন যে, 'টেট পাস করা মানেই চাকরি নয়। টেট পাস মানেই চাকরির অধিকার অর্জন করা নয়। টেট একটি যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা মাত্র। অতএব ২০১২, ২০১৪ কি ২০১৭ সালে টেট পাস করেছি মানেই আমায় চাকরি দিতে হবে, এমনটা নয়। বোর্ড বিধি মেনে নিয়োগ করবে।'