জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা। পর্ষদের নির্দেশে কালকালির বল পয়েন্ট পেনেই দিতে হবে পরীক্ষা। এছাড়াও আবেদনপত্রে দেওয়া ছবির কপি রাখতে হবে সঙ্গে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল ১১টা। পরিক্ষার্থিদের পাশপাশি প্রশাসনেরও পরীক্ষা বলেই মনে করা হচ্ছে রবিবার। ১১.৩০ মিনিটে যাচাই করা হবে অ্যাডমিট কার্ড। ১১.৪৫ মিনিটে শুরু হবে উত্তরপত্র বিলি করা। উত্তরপত্রে নাম এবং রোল নম্বর লেখার সময় ১১.৪৫ হকে ১১.৫৯ এর মধ্যে। এরপরে পরীক্ষা শুরু হবে দুপুর ১২টায়। ২.৩০ মিনিটে শেষ হবে পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর পাশাপাশি আরও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। জানানো হয়েছে লেখা অথবা ছাপানো কাগজ নিয়ে ঢোকা যাবে না হলে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে, পেন্সিল বক্স, প্লাস্টিকের পাউচ, স্কেল, রবার এবং কার্ডবোর্ড। একই সঙ্গে ব্যবহার করা যাবে না নোট প্যাড, পেন ড্রাইভ, ইলেকট্রিক পেন, স্ক্যানার, মোবাইল, ব্লু টুথ ইয়ারফোন, মাইক্রোফোন হেলথ ব্যান্ড। ইনভিজিলেটরদেরও ইলেক্ট্রনিক গ্যাজেট ব্যবহারের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন: PM Awas Yojana: চারতলা বাড়ির মালিক উপপ্রধান, স্ত্রীর নাম আবাস যোজনার তালিকায়, তোলপাড় দলেই


২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী শেষ টেট পরীক্ষা হয় ২০২১ সালে। ২০২২ আলের বিজ্ঞপ্তি বেরনোর কার্যত দুই মাসের মধ্যেই নেওয়া হচ্ছে টেট পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে চুরান্ত সতর্ক পর্ষদ। পরীক্ষাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে চূরান্ত সতর্কতা। বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে যাতে বাইরে না আসে প্রশ্নপত্র। পর্ষদ কর্তাদের আশঙ্কা একটি অংশ সক্রিয় রয়েছে প্রশ্নপত্র ফাঁস করার জন্য। এর পিছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে সরকার এবং পর্ষদের সম্মানহানীর চেষ্টা।


আরও পড়ুন: Suvendu On Primary TET: প্রাইমারি টেটে বিপুল টাকার খেলা! পরীক্ষার একদিন আগেই বলে দেওয়া হচ্ছে প্রশ্ন!


জানা গিয়েছে প্রতি ক্যান্ডিডেটের রোল নম্বর অনুযায়ী তৈরি করা হয়েছে প্রশ্নপত্র। মোট পাঁচ সেটের প্রশ্ন থাকছে এই পরীক্ষায়। অর্থাৎ সব পরীক্ষার্থী একই প্রশ্নে পরীক্ষা দেবেন না। পাশপাশি প্রতি পরীক্ষার্থীর জন্য তৈরি হয়েছে আলদা আলদা খাম। সিল করা সেই খামেই থাকবে প্রশ্নপত্র। জানা গিয়েছে প্রার্থীরা নিজেরাই সিল খুলে নিজেদের প্রশ্নপত্র বের করবেন। অর্থাৎ তাঁদের আগে কেউই পারবে না প্রশ্নপত্র বের করতে। আরও জানানো হয়েছে কোনও পরীক্ষার্থী না এলে তাঁর টেবিলে দুপুর ১টা পর্যন্ত থাকবে সেই প্রশ্নপত্র।এরপরে সেই প্রশ্নপত্রও সিল অবস্থাতেই ফিরে আসতে হবে। অর্থাৎ নজরদারির জায়গা পরিপূর্ণ করতে চাইছে পর্ষদ।  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)