নিজস্ব প্রতিবেদন: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা তাঁকে জাতি বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন কয়েক মাস আগে। যে ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে সেরকম কিছুই পাওয়া গেল না। মিলল না বিদ্বেষমূলক মন্তব্যের কোনও প্রমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




কয়েক মাস আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা অভিযোগ করেন শাসক দলের মদতপুষ্ট অধ্যাপক সংগঠন তাঁর জাত তুলে কথা বলেছে। তিনি সংরক্ষিত শ্রেণীর বলে তাঁকে অপমানও করেছেন তাঁরা। ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায়। অনেক অধ্যাপক প্রতিবাদে পদত্যাগও করেন। শেষপর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যেতে হয় শিক্ষামন্ত্রীকে। ঘটনার তদন্তে তৈরি করা হয় চার সদস্যর কমিটিও।


আরও পড়ুন - তুঘলকি কায়দায় জয়েন্ট এগিয়ে এনে পরীক্ষার্থীদের বিপদে ফেলেছে রাজ্য সরকার, পাল্টা তোপ রাজুর
 
সূত্রের খবর প্রাথমিক তদন্তে সেরকম কিছুই পাওয়া গেল না। অধ্যাপিকাকে আটকে রাখা হয়েছিল তার প্রমাণ মিললেও জাতি বিদ্বেষ মূলক কিছু বলা হয়েছে তার কোনও প্রমাণ নেই। সংশ্লিষ্ট অধ্যাপিকাকে যে আটকে রাখা হয়েছিল তা সকলে স্বীকারও করেছেন। তবে অভিযোগকারী ও অধ্যাপিকাকে কোনওরকম বিদ্বেষমূলক কিছু বলা হয়েছে বলে এখনও কোনও প্রমাণ পায়নি ওই চার সদস্যের কমিটি।