নিজস্ব প্রতিবেদন: সোমবারই অসম রাইফেলস-এ চাকরিতে যোগ দেওয়ার কথা। তার আগেই অনুশীলনের সময়েই থেমে গেল এক প্রতিশ্রুতিবান বক্সারের পথচলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-হেরেও সেমিতে নিশ্চিত কিউয়িরা, কী রকম 'দৈবযোগ' হলে পাকিস্তানের দরজা খুলবে? 


বুধবার সন্ধেয় ভবানীপুর ক্লাবে অনুশীলন করছিলেন জ্যোতি প্রধান(২২)। হঠাত্ই রিঙের পাশে এসে বসে পড়েন জ্যোতি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে ওই তরুণী বক্সারের।



ক্লাব সূত্রে জানা গিয়েছে, টানা ১৫ বছর ধরে অনুশীলন করছেন জ্যোতি প্রধান। ন্যাশনালও খেলেছেন। জ্যোতির এক আত্মীয় জানান, অনুশীলনের সময় বুকে হাত দিয়ে বসে পড়েন জ্যোতি। তার পরই অচৈতন্য হয়ে পড়েন। অচৈতন্য অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আরও পড়ুন-পাকিস্তানের শেষ আশার সলিল সমাধি, নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড 


বক্সারের মৃত্যুতে স্তম্ভিত ক্লাবের সভাপতি তথা তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ২৪ ঘণ্টাকে তিনি বলেন, খুবই প্রতিভাবান মেয়ে। রাজ্যস্তরে বহু প্রতিযোগিতায় চা্যম্পিয়ন হয়েছে। নিজেও বহুদিন বক্সিং করেছি। কখনও শুনিনি প্রাকটিস করতে করতে পড়ে মারা গেল।