নিজস্ব প্রতিবেদন:  শুক্র ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং ওড়িশা উপকূলে এখনও নিম্নচাপ অবস্থান করছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা মাটি থেকে ৭.৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।


তার জেরে আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে ভারি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।


প্রকাশ্যে গুলিতে এফোঁড় ওফোঁড় এলাকার ‘দাদা’র গলার নলি, উত্তেজনা নরেন্দ্রপুরে


রাজ্যের নিরিখে বৃষ্টিপাতের ঘাটতি ২৩ শতাংশ কিন্তু কলকাতায় বৃষ্টিপাত আপাতত স্বাভাবিক। কলকাতায় ঘাটতির পরিমাণ ১৯ শতাংশ। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গের ৫ জেলায় ভারি বৃষ্টির সর্তকতা আছে।


বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি কমবে শনিবার দুপুরের পর।  ২৪ ঘণ্টায় ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।