নিজস্ব প্রতিবেদন: 'ফল ঘোষণার দিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফোনে আমায় বলেছিলেন, আমি হেরে গিয়েছি'। নন্দীগ্রাম নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় (Rajib Banerjee)। প্রশ্ন তুললেন, 'কোন জাদুবলে নন্দীগ্রামে জিতলেন তিনি'? একই সুর শোনা গেল বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারের (Jayprakash Mazumder) গলাতেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশের বিধানসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। ভোট গণনার দিন কখনও এগিয়ে ছিলেন শুভেন্দু, তো কখনও মমতা। শেষের দিকে তুল্যমূল্য ব্যবধানে জোর টক্কর চলছিল। ফলাফল? সংবাদ সংস্থা এএনআই (ANI) দাবি করে, ১২০০-র কাছাকাছি ভোটে জিতেছেন মমতা। কিন্তু পরে জানা যায়, তৃণমূল নেত্রী জেতেননি। ১৯৫৬ ভোটের ব্যবধানে মমতাকে (Mamata Banerjee) পরাজিত করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 


আরও পড়ুন: Fire At Kolkata Guest House: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু বাংলাদেশি নাগরিকের


একুশের বিধানসভা ভোটে বিপুল ভোট জিতেছে তৃণমূল। তাহলে নন্দীগ্রামে উল্টো ফল কেন? গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডকালে  ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সওয়াল জবাব চলেছে। কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি এখনও। 


আরও পড়ুন: মধুচন্দ্রিমায় গিয়ে খাদে পড়ে মৃত্যু নববধূর; সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা দাবি স্বামীর


এদিন দলের মুখপাত্র কুণাল ঘোষের পাশে বসে তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'নন্দীগ্রামের কথা শুভেন্দু অধিকারী বারবার বলেন। বুকে হাত রেখে বলুক তো, নন্দীগ্রামে ভোট কতটা স্বচ্ছ হয়েছে? আমরা এর বিচার চাই। হয় পুনরায় ভোট হোক না হলে ফের গণনা হোক, তাহলে দুধ কা দুধ,পানি কা পানি হয়ে যাবে'। জয়প্রকাশ মজুমদার যোগ করেন, '২ মে বিকেল পাঁচটা হেস্টিংসে বিজেপির রাজ্য দফতর থেকে প্রেস কনফারেন্স করেছিলাম। বলেছিলাম, নন্দীগ্রামে মাননীয়া জিতেছেন। তাঁকে অভিনন্দন জানাচ্ছি। পরে যখন ফল উল্টো যায়, তখন শুভেন্দুবাবকে জিজ্ঞেস করি, আমার খবর পেলাম, সাংবাদিক সম্মেলন করে বললাম, তুমি হেরে গিয়েছ। তিনি রহস্য়ময় হাসি হেসে আমাকে বলেছিলেন, জয়প্রকাশদা অনেক কায়দা করতে হয়েছে'।



নন্দীগ্রাম নিয়ে দলের প্রাক্তন দুই নেতার অভিযোগকে অবশ্য আমল দিতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'ভিত্তিহীন অভিযোগ। এসব বলে দলে দর বাড়ানোর চেষ্টা করছে'। নন্দীগ্রামে হারের পরেও মুখ্য়মন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভবানীপুর উপনির্বাচনে জিতে সাংবিধানিক শর্ত পূরণ করেন। কিন্তু তাতেও থেমে নেই বিতর্ক।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)