নিজস্ব প্রতিবেদন: বালিগঞ্জের ডেভিড হেয়ার ক্যাম্পাসে ভয়াবহ ঘটনা। রীতিমত তান্ডব চালালো একদল দুষ্কৃতী। পুরো চারতলা বিল্ডিং জুড়ে তছনছ। অডিটোরিয়াম ভেঙে তছনছ। গোডাউন ঘর থেকে মিউজিক রুম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে বালিগঞ্জ থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্যাম্পাস চত্বরের পেছনের পাঁচিল টপকেই বহিরাগতরা ঢুকেছে বলে সন্দেহ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের পেছন দিকে ঘুরে দেখেন বালিগঞ্জ থানার পুলিস কর্তারা। বাইরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা শুরু করেছে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভেতরের কেউই এই ঘটনার সঙ্গে জড়িত।


ভিসি বলেন, “হামলার পিছনে কোনও চক্র সক্রিয় থাকতে পারে।” আগামী ১অক্টোবর থেকে ডেভিড হেয়ার ক্যাম্পাসে পরীক্ষা হওয়ার কথা। কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে এসে পড়ুয়াদের পরীক্ষা দিতে হবে। সোশ্যাল মিডিয়াতে এরকমই প্রচার চালায় একটা গোষ্ঠী। দাবি কর্তৃপক্ষের।


রবিবার থেকে নিম্নচাপ! মহালয়া, বিশ্বকর্মা পুজোর সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস


 অথ‌চ ঘোষণা অনুযায়ী অনলাইনে পরীক্ষা হওয়ার কথা। অপপ্রচারে প্রেক্ষিতে কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি জারি করতে হয়। হামলার নেপথ্যে এই চক্র কি না তাই নিয়ে সংশয় কর্তৃপক্ষের।