নিজস্ব প্রতিবেদন: প্রাথমিক টেটের (Primary TET) ফলপ্রকাশ। পরীক্ষা হয়েছিল ২০২১-র ৩১ জানুয়ারি। প্রায় ১ বছর পর সেই পরীক্ষার ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Council)। কীভাবে রেজাল্ট জানা যাবে? পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, 'www.wbbpe.org ও  Wbbprimaryeducation.org, এই দুটি ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করা হয়েছে। ৯ সংখ্যার রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে লগ ইন করলেই ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৪-র প্রাথমিক টেটে প্রশ্ন-বিভ্রাট। যাঁরা ভুল প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাঁদের নম্বর দেওয়া হয়নি কেন? আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সশরীরের আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) বলেছিলেন, 'নির্দেশ সত্ত্বেও নম্বর দেওয়া হয়নি। এটা মামলাকারীদের হেনস্থার সমান। জরিমানা হিসেবে ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে দিতে হবে মানিক ভট্টাচার্যকে। নিজের পকেট থেকে সেই টাকা দেবেন। প্রাপ্ত নম্বরও দিতে হবে। পাশ করলে শংসাপত্র দিয়ে দ্রুত ডাকতে হবে ইন্টারভিউয়ে'।


আরও পড়ুন: করোনা আক্রান্ত Sukanta Majumdar-কে ফোন মুখ্যমন্ত্রীর, খোঁজ নিলেন BJP রাজ্য সভাপতির স্বাস্থ্যের


এদিন ফলপ্রকাশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানিয়েছেন, 'টেট পরীক্ষা হয়েছিল ২০২১-র ৩১ জানুয়ারি। রেজিস্টার্ড পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। পরীক্ষার দিন অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৫১৪ জন। টেটে পাস করেছেন ৯ হাজার ৮৯৬ জন'। তাঁর আরও বক্তব্য, 'চূড়ান্ত স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা ফল প্রকাশ করা হয়েছে। মডেল উত্তরও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল। কারও কোনও সমস্যা থাকলে আদালতের বাইরে মেটানোর চেষ্টা করা হয়েছে'।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App