নিজস্ব প্রতিবেদন : অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেহালায়। মৃতের নাম চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বয়স ৭৬ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেহালায় পশুপতি ভট্টাচার্য্য রোডে মুক্তধারা আবাসনের দোতলায় থাকতেন চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১টা নাগাদ আচমকা বিশাল জোরে 'কোনওকিছু' পড়ার শব্দ শুনতে পান ফ্ল্যাটের অন্যান্য আবাসিকরা। বাইরে বেরিয়ে আসে তাঁরা দেখেন, মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন চিররঞ্জন বাবু।


পরিবারের লোকেরা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ ফ্ল্যাটের ছাদে উঠেছিলেন তিনি। তারপরই ১১টা নাগাদ এই ঘটনা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন ফ্ল্যাটের অন্য আবাসিকরা। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।


আরও পড়ুন, নাড্ডার সঙ্গে কথা, পুরভোটে বিজেপির মুখ হচ্ছেন শোভন?


আরও পড়ুন, গৃহবধূর সঙ্গে 'ঘনিষ্ঠ' সম্পর্ক, দেড় মাস পর জঙ্গলে মিলল যুবকের প্যাকেট বন্দি দেহ


এখন পাঁচিল ঘেরা ছাদ থেকে কীভাবে পড়ে গেলেন চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাই নিয়ে উঠছে প্রশ্ন। এঘটনা কি নিছকই দুর্ঘটনা? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সবদিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে বেহালা থানার পুলিস। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিস।