নিজস্ব প্রতিবেদন: বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশকে ১ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালতে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯/৪২৭, ১৮৪ মোটরযান আইন ও সাধারণের সম্পত্তি ভাঙচুর আইনে ৩ নম্বর ধারায় দায়ের হয়েছে মামলা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল রাতে গল্ফ গার্ডেনে নিয়ন্ত্রণ হারিয়ে আরসিজিসির পাঁচিলে ধাক্কা মারে রূপার ছেলে আকাশ মুখোপাধ্যায়ের গাড়ি। গাড়ির গতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় সময়ে গতিবেগ ছিল ৯০-১০০ কিলোমিটার। এদিন আকাশকে পেশ করা হয় আলিপুর আদালতে। সরকারি আইনজীবী সওয়াল করেন, আকাশ মুখোপাধ্যায়ের গাড়ির ধাক্কায় ভেঙে গিয়েছে দেওয়ালের একাংশ। প্রাণহানিও হতে পারত। কেন এভাবে গাড়ি চালালেন? এর পিছনে উদ্দেশ্য জানা প্রয়োজন। পুলিস তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়।


টুইটারে রূপা গঙ্গোপাধ্যায় লিখেছেন, “আমার বাড়ির কাছে দুর্ঘটনার মুখে পড়েছিল ছেলে। আমি পুলিসকে বিষয়টি দেখার জন্য বলেছি। আইনিভাবে সব পদক্ষেপ করা হবে। দয়া করে এটা নিয়ে কোনও পক্ষপাতিত্ব বা রাজনীতি নয়।” 


আরও পড়ুন- এক বিকেলে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি, থইথই কলকাতা, ভাসছে শহরতলিও