`বাংলাকে পাকিস্তান করার চক্রান্ত চলছে, NRC করুন`, অমিতের কাছে আর্জি সব্যসাচীর
কাশ্মীর ইস্যুতে বাংলার তুলনা টানেন সব্যসাচী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন, `কাশ্মীর ঠান্ডা করেছেন। বাংলাকে এবার ঠান্ডা করুন।`
নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন সব্যসাচী দত্ত। এদিন নেতাজি ইন্ডোরে বিজেপির তরফে জনজাগরণ সভার আয়োজন করা হয়েছে। সেই মঞ্চেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেন সব্যসাচী দত্ত। পাল্টা দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে তাঁকে সম্মান জানান সব্যসাচীও।
মঞ্চেই উপস্থিত ছিলেন অমিত শাহ। এরপর সব্যসাচী এগিয়ে যান তাঁর দিকে। বিজেপিতে যোগদানের পর অমিত শাহের পা ছুঁয়ে প্রমাণ করতে যেতেও দেখা যায় সব্যসাচীকে। তবে তাঁকে ধরে ফেলেন অমিত শাহ। একদা তৃণমূলের দাপুটে নেতা, বিধাননগরের প্রাক্তন মেয়রকে বুকে জড়িয়ে ধরেন বিজেপির চাণক্য। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উত্তরীয় পরে বরণ করে নেন সব্যসাচী।
বিজেপিতে যোগদানের পর জনজাগরণ মঞ্চে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সব্যসাচী দত্ত। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, মোদী এমন একজন নেতা, যাঁর কাছে দেশ সবার আগে। আর তিনিও ব্যক্তিগতভাবে মনে করেন, আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি। সভামঞ্চে দাঁড়িয়ে মোদীর বিদেশনীতিরও প্রশংসা করেন সব্যসাচী। বলেন, ভারতকে এখন রাশিয়া থেকে আমেরিকা, সৌদি আরব সবাই সম্মানের চোখে দেখে। জনজাগরণ মঞ্চ থেকে সব্যসাচী কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়েও সওয়াল করেন। বলেন, 'কাশ্মীরি ভাইবোনেরা এখন সুন্দরদিনের স্বপ্ন দেখছে।'
আরও পড়ুন, 'পদ্ম ছাড়া তো পুজো হয় না', দেবীপক্ষে বিজেপিতে যোগদান নিয়ে রসিকতা সব্যসাচীর
এরপরই কাশ্মীর ইস্যুতে বাংলার তুলনা টানেন সব্যসাচী। মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন, "কাশ্মীর ঠান্ডা করেছেন। বাংলাকে এবার ঠান্ডা করুন।" শুধু তাই নয়, জনজাগরণ মঞ্চে দাঁড়িয়ে এদিন জোর গলায় পশ্চিমবঙ্গে এনআরসি-র পক্ষে সওয়াল করেন সব্যসাচী দত্ত। বলেন, "অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। বাংলাকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। বাংলা যেন পাকিস্তান না হয়ে যায়। তাই বাংলায় এনআরসি করুন।" বিজেপিতে যোগ দিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানান সব্যসাচী।