নিজস্ব প্রতিবেদন: ভোগান্তি জারি। উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় আজও সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষার জন্য ৬ সদস্যের প্রতিনিধি দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



KMDA একটি দলকে এই ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার দায়িত্ব দিয়েছিল। সেই বিশেষজ্ঞ দল ব্রিজে ফাটল দেখতে পান। সেতুর যে যে অংশে ফাটল লক্ষ্য করা গিয়েছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করে এই দল।  নির্মাণ সামগ্রী যাচাইয়ের জন্যই  নমুনা সংগ্রহ করা হয়। পরে তা পাঠানো হবে ল্যাবে। রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। কোন কোন অংশ কবে ভাঙা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


কাউন্সিলরদের আনা অনাস্থার পরেও বোর্ড মিটিংয়ে উপস্থিত বিধাননগরের মেয়র সব্যসাচী


প্রসঙ্গত,  কয়েক বছর আগে ব্রিজের যে অংশ ভেঙে পড়ে গিয়েছিল, মেরামতির পর আবারও সেইঅংশেই বড় ফাটল লক্ষ্য করা গিয়েছে। কেন বারবার এই অংশে ফাটল, কেন ওই অংশ উড়ালপুলের ভার বহন করতে অক্ষম, তা পরীক্ষা করে দেখা হবে।


আদৌ নিম্ন মানের সামগ্রী দিয়ে উড়ালপুল মেরামতি করা হয়েছিল কিনা, তাও যাচাই করে দেখছেন বিশেষজ্ঞরা। এরপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে হবে। তবে আপাতত ৩ দিন বন্ধ থাকবে উল্টোডাঙা উড়ালপুল। বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের পরমর্শ দিচ্ছে পুলিস।