R G Kar Case | Sanjoy Roy: গণধর্ষণ নয়। আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত একজন-ই, সঞ্জয় রায়। এই মর্মেই আরজি কর-কাণ্ডে আজ সিবিআই চার্জশিট পেশ করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। শিয়ালদহ আদালতে এই চার্জশিট জমা দিচ্ছে সিবিআই। প্রাথমিক এই চার্জশিটে সিবিআই গণধর্ষণের তত্ত্ব খারিজ করে দিয়েছে বলে সূত্রের খবর। ৯ অগাস্ট আরজি করের সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেইনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ। এই ঘটনায় সারা দেশে তোলপাড় পড়ে যায়। এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় ওঠে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই ট্রেইনি ডাক্তারকে ধর্ষণ-খুনের ঘটনায় কলকাতা পুলিসে কর্মরত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিস। এরপর হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। এবার ঘটনার প্রায় ২ মাসের মাথায়, ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। আরজি করের মৃত চিকিত্‍সক-পড়ুয়ার ময়নাতদন্তের রিপোর্টে নির্যাতিতার শরীরে ২৫টিরও বেশি গভীর ক্ষতের উল্লেখ পাওয়া যায়। যেখানে ১৬টি বাহ্যিক আঘাত আর ৯টি অভ্য়ন্তরীণ আঘাত। নির্যাতিতার মাথা, মুখ, ঠোঁট, চোখ, ঘাড়, হাত, যৌনাঙ্গে গভীর ক্ষতের উল্লেখ রয়েছে রিপোর্টে। ময়নাতদন্তের রিপোর্ট থেকেই স্পষ্ট নির্যাতিতার উপর কী ভয়াবহ ও নারকীয় নির্যাতন চলেছে। সাইকোমেট্রিক টেস্টে আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের 'অ্যানিমাল ইনস্টিংক্ট' বা 'হিংস্র জন্তুর মতো প্রবৃত্তি'র প্রমাণ মেলে। 


সাইকোমেট্রিক টেস্টের রিপোর্টের ভিত্তিতে তদন্তকারী থেকে মনস্তত্ত্ববিদরা একটি বিষয়ে নিশ্চিত হন যে ধৃত সঞ্জয় বিকৃত যৌনতায় আক্রান্ত। চিকিৎসা বিজ্ঞান থেকে অপরাধ বিজ্ঞানের পরিভাষায় যাকে হয়, 'সেক্সুয়ালি পারভারটেড'। সিবিআই সূত্রে খবর, সঞ্জয়কে জিজ্ঞাসাবাদের সময় গোটা পর্বেই সে আবেগহীন অবস্থায় ছিল। অনুশোচনার কোনও লক্ষ্মণও তার মধ্যে দেখা যায়নি। এমনকি এই ঘৃণ্য অপরাধের বর্ণনা সে নাকি নিজেই দিয়েছে। যদিও ধৃত সঞ্জয় পলিগ্রাফ টেস্টে তদন্তকারীদের কাছে দাবি করে যে, সে যখন চারতলার ওই সেমিনার রুমে পৌঁছায়, তখন আগে থেকেই নির্যাতিতা সেখানে মৃত অবস্থায় ছিল! সে মারেনি, বরং ভয়ে সে হাসপাতাল চত্বর থেকে দৌড়ে পালিয়ে যায়।


সিবিআই-এর চার্জশিটের প্রসঙ্গ সামনে আসার পরই কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেন-



আরও পড়ুন, R G Kar Incident: আরজি করের তরুণী চিকিত্সকের ময়নাতদন্তের রিপোর্ট কতটা নিখুঁত, জানাল এইমস



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)