নিজস্ব প্রতিবেদন: জেল থেকে লেখা সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে এবার সক্রিয় হল আদালত। সোমবার ওই চিঠির সত্যতা যাচাইয়ের নির্দেশ দিল নগর দায়রা আদালত। ওই চিঠির সত্যতা যাচাই করবে সিবিআই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Budget 2021: Nirmala-র ঘোষণায় দাম বাড়ল কোন জিনিসের, সস্তা হল কোন পণ্য? 


তাঁর কাছে থেকে টাকা নিয়েছিলেন রাজ্যের কয়েকজন প্রভাবশালী নেতা। এমন অভিযোগ করে সুদীপ্ত সেনের নামে একটি চিঠি লেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই চিঠি জমা পড়েছে এডিজি কারা-র দফতরে। এখন ওই চিঠি নিয়েই উঠছে বিতর্ক। 


সারদা মামলায় আইনজীবী অয়ন চক্রবর্ত্তী দাবি তোলেন ওই চিঠির সত্যতা যাচাই করা হোক। আদৌ ওই চিঠি সুদীপ্ত সেনের লেখা কিনা তা তদন্ত করে দেখা হোক। পাশাপাশি যেসব নেতার নাম তিনি করছেন ওই চিঠিতে তাদেরও বিরুদ্ধে সুদীপ্তর কাছে কী তথ্যপ্রমাণ রয়েছে তা জানা হোক।


আরও পড়ুন-Budget 2021: বাংলা-সহ ৪টি রাজ্যে ভোটের লক্ষ্যে আলাদা করে কোটি কোটি টাকা বরাদ্দ?  


সূত্রের খবর, ওই চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছেন রাজ্যের কয়েকজন BJP, TMC, CPM ও Congress নেতা তাঁর কাছ থেকে বিপুল অঙ্কের আর্থিক সুবিধে নিয়েছেন। ডিসেম্বরের প্রথম দিকে ওই চিঠির বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরেই বিষয়টি তোলা হয় আদালতে।