শ্রেয়সী গঙ্গোপাধ্যায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিয়ালদা স্টেশনের যাত্রীদের জন্য সুখবর। ট্রেনের চাপ সামলাতে স্টেশনে তৈরি হচ্ছে আরও একটি প্ল্যাটফর্ম। 9D নামে এই প্ল্যাটফর্ম তৈরি হবে রেলের গুদামঘর ভেঙে। মূলত দূরপাল্লার ট্রেন ছাড়বে এই প্ল্যাটফর্ম থেকে। 


 



শিয়ালদার বিভাগীয় রেল প্রবন্ধক পি দানসানা বলেন, ইতিমধ্যে এই কাজ শুরুর জন্য পূর্ব রেলের জিএম-এর কাজের জন্য অনুমোদন মিলেছে। দ্রুত এই কাজ শেষ করা হবে। কয়েকটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আরও বাড়ানো হবে। কাজ শেষ হলে লোকালের জন্য আরও ১টা প্ল্যাটফর্ম পাওয়া যাবে।'


বিপাকে 'কেষ্টদা'! অনুব্রতর বিরুদ্ধে তদন্তে কমিশন


বর্তমানে শিয়ালদহ উত্তর ও মেইন স্টেশন মিলিয়ে মোট ১২টি প্ল্যাটফর্ম। তার মধ্যে তিনটি প্ল্যাটফর্ম দূরপাল্লার ট্রেনের জন্য সংরক্ষিত। তা ছাড়াও বেশ কয়েকটি প্ল্যাটফর্ম থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে। এর ফলে মাঝেমাঝেই বদল হয় লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম। যার ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। 


নতুন প্ল্যাটফর্ম তৈরি হলে সেই সমস্যা মিটবে বলে আশাবাদী রেল আধিকারিকরা।