বিপাকে 'কেষ্টদা'! অনুব্রতর বিরুদ্ধে তদন্তে কমিশন

Mar 18, 2019, 19:32 PM IST
1/6

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার তদন্তে নির্বাচন কমিশন। রিপোর্ট তলব করল কমিশন।

2/6

ভয় দেখাচ্ছেন অনুব্রত, অভিযোগ বিরোধীদের। শনিবার অনুব্রত সহ একাধিক নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ করেন বিরোধীরা।

3/6

বিরোধীদের অভিযোগের পরই তত্পর হয়ে ওঠে নির্বাচন কমিশন। অভিযোগের প্রেক্ষিতেই এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জবাব জানতে চাইল কমিশন।  

4/6

এদিকে, আজও দলীয় কর্মীদের 'নকুলদানা জল' খাওয়ানোর নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের সিউড়ির পুরন্দরপুর এলাকায় জনসভা থেকে এদিন কেন্দ্রীয় বাহিনী গ্রামে গেলেই তাদেরকে 'নকুলদানা জল' খাওয়ানোর নির্দেশ দেন তিনি৷ আরও বলেন, "গ্রামে খোল-কীর্তন বাজবে রাত্রে আর কেন্দ্রীয় বাহিনী গিয়ে তা শুনবে৷"

5/6

পাশাপাশি, বহরমপুরে সভা থেকে আবার পাঁচনের দাওয়াইয়ের কথাও বলেছেন অনুব্রত মন্ডল। বলেছেন, নির্বাচনের কয়েকদিন আগে থেকেই চলবে পাঁচনের দাওয়াই। আর নির্দেশ পাওয়ামাত্রই বোলপুরে এদিন সকালে একহাতে 'নকুলদানা জল', আরেক হাতে পাঁচন নিয়ে প্রচারে নেমে পড়েন তৃণমূল কর্মীরা।

6/6

যদিও অনুব্রত মণ্ডল জানিয়েছেন, তাঁর কাছে কোনও চিঠি পৌঁছয়নি। কমিশনের জবাব তলবের পরিপ্রেক্ষিতে বীরভূমের তৃণমূল জেলা সভপতিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "আমি কোনও চিঠি পাইনি। চিঠি না পাওয়া অবধি কিছু বলব না।"