Senior Doctors letter to CM Mamata Banerjee: `স্বাস্থ্যসচিবের অপসারণ চাই`, মুখ্যমন্ত্রীকে চিঠি সিনিয়র ডাক্তারদের!
Senior Doctors letter to CM Mamata Banerjee: জুনিয়র ডাক্তারদের দাবি মেনে DME, DHS, এমনকী কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েলকেও সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে অপসারণে রাজি নন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: 'আমরা স্বাস্থ্যসচিবের অপসারণ চাই'। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার চিঠি দিলেন সিনিয়র ডাক্তাররা। চিঠিতে উল্লেখ, 'স্বাস্থ্য় দফতরের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক স্বাস্থ্যসচিব। যদি তিনি বা তাঁর অফিস যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা করতেন, তাহলে হয়তো স্বাস্থ্য প্রতিষ্ঠান, মেডিক্য়াল কাউন্সিল, হেল্থ ইউনিভার্সিটি, রিক্রুটমেন্ট বোর্ডের এই পচগলা অবস্থা তৈরি হত না, অভয়ার হত্যাকাণ্ড হয়তো আটকানো সম্ভব হত'।
ঘটনাটি ঠিক কী? জুনিয়র ডাক্তারদের দাবি মেনে DME, DHS, এমনকী কলকাতা পুলিস কমিশনার বিনীত গোয়েলকেও সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে অপসারণে রাজি নন তিনি। গতকাল, শনিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন কথা বলার সময়ে ফের স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, 'একটা পরিবার থেকে সবাইকে তুমি তাড়িয়ে দেবে? তুমি ঠিক করবে সরকার কোন অফিসারকে রাখবে, কাকে তাড়াবে? কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করা হবে, কিন্তু হঠাৎ এরকম বললে সরকারের পক্ষে কি সেই দাবি মানা সম্ভব'?
এর আগে, কালীঘাটে নিজের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরই DME, DHS ও কলকাতার তত্কালীন পুলিস সুপার বিনীত গোয়েলকে অপসারণের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তিনি। আর স্বাস্থ্যসচিব? মুখ্য়মন্ত্রী বলেছিলেন, 'আমরা ওদের বোঝালাম, একসঙ্গে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া হয়, তাহলে প্রশাসন চলবে কী করে'। সেই অবস্থানেই অনড় মমতা।
এদিকে আরজি আন্দোলনে সিনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে ভিন্নসুর কংগ্রেসের। দলের প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেন, 'এই সিনিয়র ডাক্তারবাবুরা সমাজে অনেক প্রতিষ্ঠিত। তাঁরা অনেক ভালো কথা বলেন, সমাজ সমৃদ্ধ হয়। সেই সিনিয়র ডাক্তাররা আজকে যেভাবে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছেন, তাঁরা নিজেরা যদি আগে একটু উঁচুস্বরে গলা তুলতেন, তাহলে মনে হয় স্বাস্থ্যক্ষেত্রে এই কালো দিকটা এত বাড়ত না। জুনিয়র ডাক্তারবাবুদের এত কৃচ্ছ্রসাধন করতে হত না। মৃত্যুর সঙ্গে লড়তে হত না, আমরণ অনশন করতে হত না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)