নিজস্ব প্রতিবেদন: রাতের শহরে শুটআউট। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে চলল গুলি। প্রমোটিং সিন্ডিকেটকে কেন্দ্র করেই গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ এক যুবক। নাম অভিজিৎ মুখোপাধ্য়ায়। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা। প্রকাশ্যে এসেছে ঘটনার সিসি ক্য়ামেরা ফুটেজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে ১১টা নাগাদ বাঁশদ্রোণীর সোনালী পার্কে এই শুটআউটের ঘটনাটি ঘটে। আততায়ীদের টার্গেট ছিলেন প্রদীপ দেবনাথ। তবে প্রদীপ পিস্তলের মুখ ঘুরিয়ে দেন। ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে তাঁর আত্মীয় অভিজিৎ মুখোপাধ্য়ায়ের হাতে।। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। 


আরও পড়ুন: Post Poll Violence: কলকাতা পুরসভার ২০ কো-অর্ডিনেটরের বিরুদ্ধে হোক FIR, হাইকোর্টে আবেদন


আরও পড়ুন: Dilip: আমার কর্মীর গায়ে হাত দিলে দিলীপ ঘোষ তার বুকে পা তুলে দেবে


এই ঘটনায় নান্টি ঘোষের গ্য়াংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিস। সন্দেহভাজন বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। শুটআউটের সঙ্গে কারা যুক্ত, কেন গুলি চালাল ইত্যাদি প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।