ওয়েব ডেস্ক: রাহুল-বুদ্ধদেবের যৌথ প্রচারের পর জোটকে কটাক্ষ বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের। সাংবাদিক সম্মেলন করে বুদ্ধদেব ভট্টাচার্যের উদ্দেশ্যে প্রশ্নবান ছুঁড়ে দিলেন বিজেপি নেতা। তাঁর কটাক্ষ, বাম-কংগ্রেস আতাঁত আদতে রাজনৈতিক সুবিধাবাদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রশ্ন এক- বুদ্ধদেব জি, আপনি যখন কংগ্রেসের হাত ধরলেন, তখন আপনার মনের অবস্থান কীরকম ছিল?


প্রশ্ন দুই- আপনার কি মনে হয়? এই হাত উন্নয়নের হাত?


প্রশ্ন তিন- কংগ্রেসের হাত দুর্নীতির হাত নয়?


প্রশ্ন চার- রাহুলের গান্ধীর হাত ধরার সময় আপনার মনের অবস্থা কেমন ছিল?


বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং কটাক্ষের সুরে বলেন, "কংগ্রেসের সঙ্গে জোট আসলে স্বার্থপর রাজনীতি"।