`প্রাণনাশের আশঙ্কা`! ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন শোভন, সুরক্ষা বৈশাখীকেও
চিঠিতে শোভনবাবু লেখেন, `বিজেপিতে যোগ দেওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। কলকাতায় ফিরলে তাঁর ওপর হামলার আশঙ্কা রয়েছে।`
নিজস্ব প্রতিবেদন : নিরাপত্তার অভাব বোধ করছেন। তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে। এমন আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন করছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। মঞ্জুর হয়েছে সেই আবেদন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে ওয়াই ক্যাটেগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। শুধু শোভন চট্টোপাধ্যায় নয়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও পাবেন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি পরিদর্শন করে গিয়েছেন। উল্লেখ্য, চার স্তরের কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার তৃতীয়টি হল ওয়াই ক্যাটেগরি। ওয়াই ক্যাটেগরিতে নিরাপত্তার দায়িত্বে থাকেন ১১ জন কম্যান্ডো।
প্রসঙ্গত, মন্ত্রী হিসেবে আগে রাজ্য সরকারের নিরাপত্তা পেতেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর নিরাপত্তা শিথিল হয়। দীর্ঘ দড়ি টানাটানির পর শেষে বুধবার দিল্লিতে বিজেপিতে যোগ দেন শোভন চট্টোপাধ্যায়। দলবদল করেই তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটান তিনি। বলেন,'পঞ্চায়েত নির্বাচনে কেন বিরোধীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন তুলেছিলাম।'
আরও পড়ুন, বাজপেয়ীর সঙ্গে সুসম্পর্ককে হাতিয়ার করেই বিজেপিকে সুকৌশলে বিঁধলেন মমতা
এরপর দিনই, বৃহস্পতিবার তাঁর উপর হামলা হতে আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন শোভন চট্টোপাধ্যায়। চিঠিতে শোভনবাবু লেখেন, 'বিজেপিতে যোগ দেওয়ায় নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। কলকাতায় ফিরলে তাঁর ওপর হামলার আশঙ্কা রয়েছে। তাই তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক।' উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর আজই কলকাতায় ফিরছেন শোভন চট্টোপাধ্যায়।