নিজস্ব প্রতিবেদন: ভবানীপুর কেন্দ্রের বিধায়কের পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার পর যে জল্পনা তৈরি হয়েছিল, সম্ভবত সেটাই সত্যি হতে চলেছে। সূত্রের খবর, খড়দহ বিধানসভা কেন্দ্র থেকে উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গলবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে খড়দহ যাচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, মঙ্গলবার ওই সামাজিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জনসংযোগ শুরু করবেন শোভনদেব চট্টোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গেও কথা বলবেন। কাজল সিনহার মৃত্যুর পর খড়দহ আসনে উপ-নির্বাচন হবে। সম্ভবত সেখান থেকে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ই।


আরও পড়ুন:SSKM থেকে পলাতক একবালপুর খুনে অন্যতম অভিযুক্ত মহম্মদ সাজিদ, চলছে খোঁজ


আরও পড়ুন: ‘রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র’, আলাপন-ইস্যুতে এবার সরব চন্দ্রিমা


প্রসঙ্গত, গত ২১ মে ভবানীপুর কেন্দ্রের বিধায়কের পদ থেকে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়। স্পষ্ট করে দেন, পুরোনো কেন্দ্রে (ভবানীপুর) প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। সেজন্যই তাঁর ইস্তফা। এরপরই জল্পনা তৈরি হয়, তৃণমূলের তরফে রাজ্যসভায় পাঠানো হবে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তবে ক্রমেই সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। কারণ, বিধায়ক পদ ছাড়ালেও মন্ত্রিত্ব ছাড়েননি শোভনদেব চট্টোপাধ্যায়। এখনও তিনি রাজ্যের মন্ত্রী।