SSKM থেকে পলাতক একবালপুর খুনে অন্যতম অভিযুক্ত মহম্মদ সাজিদ, চলছে খোঁজ

নভেম্বর মাসে খুনের অভিযোগে গ্রেফতার হয় মহম্মদ সাজিদ।

Updated By: May 31, 2021, 04:40 PM IST
SSKM থেকে পলাতক একবালপুর খুনে অন্যতম অভিযুক্ত মহম্মদ সাজিদ, চলছে খোঁজ

নিজস্ব প্রতিবেদন: এসএসকেএম হাসপাতাল থেকে পলাতক একবালপুর খুনে অন্যতম অভিযুক্ত। বিচারাধীন বন্দি হিসেবে প্রেসিডেন্সি জেলে তাকে রাখা হয়েছিল। পলাতক বন্দির নাম মহম্মদ সাজিদ।

জানা গিয়েছে, সোমবার সকালে প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালের আউটডোর বিভাগে মহম্মদ সাজিদকে নিয়ে আসা হয়। সেখান থেকেই পুলিস কর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। ইতিমধ্যে তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিস।

আরও পড়ুন: ‘রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র’, আলাপন-ইস্যুতে এবার সরব চন্দ্রিমা

আরও পড়ুন: ‘Alapan-কে ছাড়ছে না রাজ্য, নির্দেশ প্রত্যাহার করুক কেন্দ্র’, Modi-কে চিঠি Mamata-র

গত বছরের নভেম্বর মাসে একবালপুরের একটি ডাস্টবিন থেকে এক নাবালিকার দেহ উদ্ধার করে পুলিস। জানা যায়, মৃতার নাম সাবা খাতুন ওরফে নয়না। সেই খুনের তদন্তে নেমেই মহম্মদ সাজিদ ওরফে রোহিতকে গ্রেফতার করে পুলিস। সাজিদের সঙ্গে সাবার প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিস জানতে পারে। তদন্তে উঠে আসে, ব্ল্যাকমিলিংয়ের বদলা নিতেই সাবাকে খুন করেছে সাজিদ এবং সেই খুনে সাজিদকে সাহায্য করেছে তাঁর স্ত্রী অঞ্জুম বেগম। অভিযুক্ত অঞ্জুম বেগমকেও গ্রেফতার করে পুলিস। ইতিমধ্যে এই ঘটনায় চার্জসিটও পেশ করেছে পুলিস।   

.