প্রবীর চক্রবর্তী: বিস্ফোরক দাবি বিধানসভার অধ্যক্ষের। সাম্প্রতিক সাগরদিঘি উপনির্বাচনে জয়ী কংগ্রেস বিধায়ক সম্পর্কে মন্তব্য করে আলোচনার শীর্ষে বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন জয়ী প্রার্থী বাইরন বিশ্বাস নিজেই তাঁকে জানিয়েছন যে তিনি তৃণমূলেরই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস জানিয়েছেন তিনি তৃণমূলেরই। তাঁর আরও দাবি এই দাবি বাইরন নিজে করেছেন। তিনি বলেছেন বাইরন বিশ্বাস তাঁকে নিজে এই কথা জানিয়েছেন। সাগরদিঘিতে হারের পরেই জল্পনা শুরু হয় সঙ্খ্যালঘু ভোট কী সরে যাচ্ছে তৃণমূলের পাশ থেকে? এটাই দাবি করা হয় বাম-কংগ্রেসের তরফে।


বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওটা একটা বিক্ষিপ্ত ঘটনা ছিল। অদের যে বিধায়ক তিনি আমার সঙ্গে বিধানসভায় নিজেই স্বীকার করেছেন যে আমি তো তৃণমূলেরই লোক। তৃণমূলের ভোটেই আমি জিতেছি। সুতরাং যারা ভোট দিয়েছেন তাঁরা সবাই তৃনমূলের সমর্থক। আমাদের যেহেতু প্রার্থী নির্বাচনে কোনও ত্রুটি হয়ে থাকতে পারে। যার জন্য তৃনমূলের ভোট ওইদিকে চলে গিয়েছে। তিনি কি করবেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। তিনি মুখে বলছন তিনি তৃণমূলের লোক’।


আরও পড়ুন: Anupam Kher: শান্তিনিকেতনে আমন্ত্রণ; ‘কোই মাই কা লাল আটকাতে পারবে না', হুঙ্কার অনুপমের


সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পরে শনিবার প্রথম বিধানসভায় আসেন বাইরন বিশ্বাস। বাম–কংগ্রেস জোটের প্রতিনিধি হিসাবে বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। সেখানে কিছুক্ষণ আলোচনার পর তিনি বেরিয়ে আসেন।


আরও পড়ুন: Vivek Agnihotri on Bengal: বাংলায় ৩০০-৪০০ মিনি কাশ্মীর রয়েছে, কলকাতায় এসে বিস্ফোরক কাশ্মীর ফাইলস-র পরিচালক


বাইরন বিশ্বাসকে সঙ্গে করে বিধানসভায় আসেন প্রদেশ কংগ্রেসের দুই নেতা। প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং নেপাল মাহাত ছিলেন তাঁর সঙ্গে। স্বাধীনতার পর প্রথম, একুশের বিধানসভা নির্বাচনে বাম–কংগ্রেসের আসন সংখ্যা শূন্য হয়ে যায়।


বাইরনের জয়ের ফলে আগামী পাঁচ বছর কংগ্রেস শূন্য থাকছে না বিধানসভায়। আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীও বাম–কংগ্রেসের সঙ্গে জোট করেই বিধানসভায় এসেছেন। শুধু সিপিএমের কোনও প্রার্থী এখনও নেই।   


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)