নিজস্ব প্রতিবেদন: করোনা বিধিনিষেধের মধ্যেই আগামিকাল অর্থাত্ বুধবার থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো। তবে চালানে হবে গুটিকয় স্পেশাল ট্রেন। আপাতত মোট ৬ জোড়া ট্রেন চালু করা হচ্ছে। অর্থাত্ আপ ও ডাউনে চলবে মোট ১২টি ট্রেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আলিপুরদুয়ারকাণ্ডে DG-কে চিঠি মহিলা কমিশনের, SP-কে ভার্চুয়াল বৈঠকে হাজিরার নির্দেশ  


মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত। দমদম ও কবি সুভাষ স্টেশন থেকে সকাল সাড়ে নটা, দশটা ও দশটা ৪৫ মিনিটে ও বিকেল চারটে, পাঁচটা ও সাড়ে পাঁচটায় ট্রেন(Kolkata Metro) ছাড়বে।


আরও পড়ুন-বিশ্বাস-ভরসা করে ভোট দিয়েছেন মানুষ, উদাহরণ তুলে ধরুন, Mukul-কে বার্তা Dilip-র  


এদিকে, এই স্পেশাল ট্রেনে উঠতে পারবেন না সবাই। ট্রেনে ওঠার জন্য ছাড় দেওয়া হয়েছে হাসপাতাল, ব্যাঙ্ককর্মী, বিমা ও সংবাদপত্র কর্মী-সহ অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তবে এর জন্য দেখাতে হবে পরিচয়পত্র।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)