অয়ন ঘোষাল: জোড়া বাইকের দাপটে তুলকালাম ইকোপার্কের কাছে বন্দের মোড় এলাকা। বেপরোয়া বাইকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে প্রবল আঘাত পেলেন বাইক আরোহী মিষ্টির দোকানের এক কর্মী। এদিকে, পুলিস এক বাইক চালককে ধরতে যেতেই পুলিসের উপরে চড়াও হল ওই যুবক। মার খেলেন পুলিস কনস্টেবল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'শেষ কথা' শাসক নেতা খুনে 'মাস্টারমাইন্ড' আনিসুর লস্কর, জয়নগরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য!


সকাল সোয়া সাতটা নাগাদ বিশ্ববাংলা গেট থেকে চিনারপার্ক পর্যন্ত রাস্তায় পরপর দুটি সিগন্যাল লাল ছিল। তখন তা অগ্রাহ্য করে দুটি বাইক সিগন্যাল ভেঙে বেরিয়ে যায়। সেই সময় কদমপুকুর থেকে যাত্রগাছির দিকে যাচ্ছিলেন পেশায় মিষ্টির দোকানের কর্মী গৌতম কর্মকার। ওই দুটি বাইকের একটির প্রবল ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেইসময় বাইক দুটির গতি ছিল কমপক্ষে ৭০-৮০ কিলোমিটার। বাইকের গতি এতটাই বেশি ছিল যে সেটির চাকা ফেটে যায়, অ্যাক্সেল ভেঙে বেরিয়ে যায়, হেডলাইট খুলে গিয়ে পড়ে কমপক্ষে পঞ্চাশ মিটার দূরে। ধাক্কা দেওয়ার পরই একটি বাইকে এক যুবক ও দুই তরুণী পালিয়ে যায়।


এদিকে ঘটনা অন্যদিকে মোড় নেয় যখন পুলিস এক বাইক আরোহীকে ধরে ফেলে। ধরা পড়েও সে পুলিসের উপরে চোটপাট করার চেষ্টা করে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। তাকে গাড়িতে তুলতে প্রবল বেগ পেয়ে হয় পুলিসকে। গাড়িতে তুলে গেলেই কখনও সে মাটিতে শুয়ে পড়ে কখনওবা সে গাড়ি থেকে পিছলে নেমে পড়ে। এনিয়ে হুলুস্থুল বেধে যায়। অনেক চেষ্টার পর ওই যুবককে গাড়িতে তোলে পুলিস।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)