নিজস্ব প্রতিবেদন: সাইকেল চালিয়ে সুন্দরবন যাবেন ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। উদ্দেশ্য পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা। এর জন্য তাঁকে পাড়ি দিতে হবে ১১০ কিলোমিটার।  লম্বা ওই রাস্তা পাড়ি দেওয়ার জন্য হাওড়াতে তাঁর একাডেমিতে রীতিমত অনুশীলন শুরু করেছেন লক্ষ্মীরতন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ধীরে ধীরে নামবে পারদ, চলতি সপ্তাহে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি


আগামী ৩ ডিসেম্বর প্রতিবন্ধী দিবস।  আর এদিন সকাল সাড়ে ছটায় হাওড়ার ঘুসুড়ি থেকে রওনা দেবেন। ১১০ কিলোমিটার পথে একাধিক স্কুলে যাবেন তিনি।


সুন্দরবন যাওয়া নিয়ে লক্ষ্মীরতন বলেন, আগামী প্রজন্মের জন্য পরিবেশকে বসবাসযোগ্য করে রাখতে হবে। দূষণ এখন বড় সমস্যা। এনিয়ে রাস্তায় নেমে মানুষকে সজাগ করে তুলতে হবে। সেই কাজ করতেই এই অভিযানে নেমেছি।



আরও পড়ুন-কংগ্রেসে সভায় স্লোগান উঠল ‘প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ’, তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়


এদিকে, শুধুমাত্র ১১০ কিলোমিটার সাইকেল চালানোই নয়, এবার সাইকেল চালিয়েই অফিস যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ্মীরতন। তাঁর এই উদ্যোগকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন হরভজন সিং ও ঋদ্ধিমান সাহা। হরভজন লিখেছেন, চালিয়ে যাও দাদা। দারুন উদ্যোগ।