ধীরে ধীরে নামবে পারদ, চলতি সপ্তাহে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

Updated By: Dec 2, 2019, 08:52 AM IST
ধীরে ধীরে নামবে পারদ, চলতি সপ্তাহে তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদন: রাতে আকাশ আংশিক মেঘলা থাকায় তাপমাত্রা নামতে পারেনি। ফলে খানিকটা গরমই ভোগ করতে হল গত রাতে। তবে তাপমাত্রা কমার খবর দিচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-মোদী - শাহ তো নিজেরাই অনুপ্রবেশকারী, NRC নিয়ে সুর চড়িয়ে আক্রমণ অধীরের

শীতের জন্য অপেক্ষা করে রয়েছেন বহু মানুষ।  ডিসেম্বর  পড়ে গেল। ঠাণ্ডার দেখা নেই। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে তাপমাত্রা কমবে ধীরে ধীরে। পারদ নামবে ২-৩ ডিগ্রির মতো। বাতাসে জ্বলীয় বাষ্প থাকায় কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন-কংগ্রেসে সভায় স্লোগান উঠল ‘প্রিয়ঙ্কা চোপরা জিন্দাবাদ’, তুমুল ট্রোল সোশ্যাল মিডিয়ায়

আজ কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে তা সাফ হবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আদ্র্রতার পরিমাণ ৫০-৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি কলকাতায়।

.