নিজস্ব প্রতিবেদন: SSC মামলায় নাটকিয় পট পরিবর্তন। এরপরেই গভীর রাতে SSC-র দফতর আচার্য সদনে কেন্দ্রীয় বাহিনীর পাহারার নির্দেশ কলকাতা হাই কোর্টের তরফে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরেই বুধবার রাতেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায় সল্টলেকের আচার্য সদনে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কড়া পাহাড়ায় থাকবে আচার্য সদন। বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবেন না দফতরে। 


কলকাতা হাইকোর্টে আবেদন করা হয় যে এবার SSC দফতরের নথি নষ্ট করা হতে পারে। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন কেন্দ্রীয় বাহিনীর প্রহরা থাকবে আচার্য সদনে। এই নির্দেশের পরেই CRPF পৌঁছে যায় বিধাননগরে SSC-র দফতরে। 



বুধবার রাত ২.৫০ মিনিট নাগাদ আচার্য সদনের দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। আচার্য সদনে রাজ্য আর্মড পুলিসের সঙ্গে দুজন বেসরকারি নিরাপত্তারক্ষী ছিলেন। SSC-র সচিব কে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে CCTV ফুটেজ আদালতে জমা দেওয়ার জন্য। 


আরও পড়ুন: SSC দফতরের নিরাপত্তার দায়িত্বে CRPF, সচিবকে CCTV ফুটেজ পেশের নির্দেশ হাইকোর্টের


জানা গেছে আচার্য সদনে CBI-র তরফেও রয়েছে রক্ষিরা। এছাড়াও আচার্য সদন লাগোয়া সব দোকান সহ অন্যান্য সবকিছু খালি করে দেওয়া হয়েছে। কার্যত সারাদিন এই সব দোকান বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আচার্য সদনের বাউন্ডারি ওয়াল ঘিরে থাকবে CRPF-র ব্যাটেলিয়ান ১৬৭। একই সঙ্গে সিল করে দেওয়া হয়েছে আচার্য সদনের মূল ফটক।     


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)