SSC দফতরের নিরাপত্তার দায়িত্বে CRPF, সচিবকে CCTV ফুটেজ পেশের নির্দেশ হাইকোর্টের

SSC কাণ্ডে নাটকীয় মোড়। মধ্যরাতে মামলার শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।

Updated By: May 19, 2022, 12:15 AM IST
SSC দফতরের নিরাপত্তার দায়িত্বে CRPF, সচিবকে CCTV ফুটেজ পেশের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদন: SSC কাণ্ডে নাটকীয় মোড়। মধ্যরাতে শুনানি কলকাতা হাইকোর্টে। আগামিকাল, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে SSC-র সচিবকে সিসিটিভি ফুটেজ পেশের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। শুধু তাই নয়, সল্টলেকে SSC দফতরের নিরাপত্তার দায়িত্বে থাকবে CRPF। দুপুর ১টা পর্যন্ত কেউ দফতরে ঢুকতে পারবেন না। 

কেন এমন নির্দেশ? SSC নিয়োগে দুর্নীতির অভিযোগে তোলপাড় চলছে রাজ্যে। হাইকোর্টের নির্দেশে CBI দফতরে হাজিরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিজাম প্যালেসে যখন তাঁকে পৌনে চার ঘণ্টা ধরে জেরা করলেন তদন্তকারীরা, তখনই আচমকাই ইস্তফা দিলেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাও দায়িত্ব নেওয়ার মাত্র ৪ মাসের মধ্যেই! স্রেফ ইস্তফাপত্র গ্রহণ করাই নয়, কিছুক্ষণের মধ্যেই আবার নয়া চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করে দিল রাজ্য সরকার।

আরও পড়ুন: Paresh Adhikary: CBI দফতরে হাজিরা দিলেন না কেন? বিপাকে পরেশ অধিকারী

চেয়ারম্যান বদলের পর তথ্য-প্রমাণ নষ্ট হয়ে যাবে নাতো? SSC দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারী। নজিরবিহীনভাবে মধ্যরাতেই সেই মামলার শুনানি হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.