শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ৬ বছরের প্রতীক্ষার অবসান। শিক্ষক নিয়োগে বঞ্চনার শিকার হয়েছিলেন যাঁরা, অবশেষে চাকরি পেলেন তাঁরা। কতজন? ৫১ জনের হাতে নিয়োগপত্র তুলে দিল মধ্যশিক্ষা পর্ষদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে বিপাকে এসএসসি। স্রেফ আদালতে নিয়োগে ভুয়ো সুপারিশের কথা জানানো নয়, হাইকোর্টের নির্দেশে ১৮৩ জন অযোগ্য প্রার্থী তালিকাও প্রকাশ করেছে কমিশন। কীভাবে? কমিশন সূত্রে খবর, Rank Jumping-র মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সন্ধান করতে গিয়েই ওই ১৮৩ জনের হদিশ মিলেছে। তাঁদের সকলেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


আরও পড়ুন: R G Kar Medical College: 'বিচার চাই', আরজি করকাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মৃতের পরিবার


এদিকে ডিআইদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা যায়, ভুয়ো সুপারিশ পাওয়ার পরেও এখনও চাকরিতে যোগ দেননি ১০২ জন। সেই শূন্যপদে এবার প্য়ানেল থেকে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। শুক্রবারই সুপারিশপত্র দেওয়ার জন্য ৬৫ জনকে ডেকে পাঠিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। তথ্য যাচাইয়ের পর, তাঁদের মধ্যে ৫১ জন নিয়োগপত্র পেলেন এদিন।



যাঁরা চাকরি পেলেন, তাঁরা অবশ্য 'খুশি' নন! কেন? তাঁদের বক্তব্য, 'আমরা খুশি হতে পারছি না। আমাদের বন্ধুরা আজও গান্ধীমূর্তির পাদদেশে আন্দোলন করে যাচ্ছে। হাইকোর্টের নির্দেশে আমরা সামান্য কয়েকজন নিয়োগপত্র পেলাম। এটা সমস্যার সমাধান নয়। প্রশাসনকে বলব, তদন্ত চলুক। কিন্তু আমাদের সকলকে যেন তাড়াতাড়ি নিয়োগপত্র দেওয়া হোক'।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)