নিজস্ব প্রতিবেদন: এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও চাকরি মেলেনি। ফের আন্দোলনে নামলেন চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের অনুমতি নিয়ে রবিবার থেকে মেয়ো রোডে অবস্থান ধর্নায় বসলেন চাকরিপ্রার্থীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-WT20: কেন ভারত-পকিস্তান ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন না Virat Kohli? 


আন্দোলনকারীদের দাবি, ২০১৬ সালের এসএসসি-র পরীক্ষা তাঁরা উত্তীর্ণ হয়েছিলেন। মেধা তালিকায় থাকার পরও চাকরি মেলেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ও আশ্বাস দিয়েছিলেন। তারপরেও কোনও কাজ হয়নি। তারপরই এবার তৃতীয় দফায় আন্দোলনে নামলেন তারা। চাকরিপ্রার্থীরা জানিয়েছেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতি সম্পূর্ণভাবে আস্থা রেখেই আমাদের এই তৃতীয় দফার অন্দোলন। আশা রাখি মাননীয়া খুব দ্রুত আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্কুলে শিক্ষক হিসেবে পাঠানোর ব্যবস্থা করবেন।


আরও পড়ুন-Navjot Singh Sidhu: পাঞ্জাব কংগ্রেস প্রধান পদে ফিরে কাজে মনোযোগী সিধু, নির্বাচন নিয়ে সোনিয়াকে চিঠি


আন্দোলনকারীদে দাবি, নিয়োগের দাবিতে এনিয়ে ৩ বার রাস্তায় নামলেন তাঁরা। প্রথমবার ২০১৯ সালে কলকাতা প্রেসক্লাবে ২৯ দিন অনশনে বসেন তাঁরা। দাবি, মেধা তালিকায় নীচের দিকে নাম থাকা সত্বেও চাকরি দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। তাতেও সমাধানসূত্র মেলেনি।


অন্যদিকে, নিয়োগের দাবিতে, সল্টলেকের সেন্ট্রাল পার্কের সামনেও দীর্ঘ ১৮৭ দিন অনশনে বসেন চাকরিপ্রার্থীরা। ওই আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১০ অগাস্ট শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে একটি বৈঠক হয়। ওই বৈঠকের পর ৪০ দিনের মধ্যে বঞ্চিত চাকরিপ্রার্থীদের নিয়োগে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে দাবি আন্দোলনকারীদের। তাও করা হয়নি। এরপরই এবার মেয়ো রোডে তৃতীয় দফার অবস্থান বিক্ষোভ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)