Partha Chatterjee: এসএসকেএম হল সেফ জোন, পার্থকে ভুবনেশ্বরের নিয়ে গিয়ে চিকিত্সার প্রস্তাব ইডির
ইডির অভিযোগ রাজ্যের নেতাদের কেউ জিজ্ঞাসাবাদের মুখোমুখী হলেই এসএসকেএম-এ ভর্তি হয়ে যাচ্ছেন। হাসপাতালটিকে সেফ জোন হিসেবে ব্যবহার করা হচ্ছে
অর্ণবাংশু নিয়োগী ও রণয় তেওয়ারি: এসএসসি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্য়ায়কে এসএসকেএম হাসপাতালে রাখতে চায় না ইডি। গতকাল তাদের আবেদনের ভিত্তিতে আজ কলকাতা হাইকোর্টে শুনানিকে ঘিরে তীব্র বাদানুবাদ হল পার্থ ও ইডির আইনজীবী মধ্য়ে।
ইডির অভিযোগ রাজ্যের নেতাদের কেউ জিজ্ঞাসাবাদের মুখোমুখী হলেই এসএসকেএম-এ ভর্তি হয়ে যাচ্ছেন। হাসপাতালটিকে সেফ জোন হিসেবে ব্যবহার করা হচ্ছে। মদন মিত্র থেকে পার্থ চট্টোপাধ্য়ায় ও অনুব্রত মণ্ডল, সবাই এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়ে রাজার হালে থাকছেন। এখন এসএসকেএম হাসপাতাল অসহযোগিতা করছে। এমনকি তদন্তকারীদের হুমকি দেওয়া হচ্ছে। চিকিত্সার নামে গোটা বিষয়টি ধামাচাপা দেওয়া চেষ্টা হচ্ছে।
ইডির আইনজীবীর ওই বক্তব্যের পর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর মধ্যে বাদানুবাদ শুরু হয়ে যায়। আদালতের তরফে দিল্লি এইমসের ৃ চিকিত্সকদের দিয়ে পার্থর চিকিত্সা করানোর প্রস্তাব দেওয়া হয়। তবে ইডির তরফে বলা হয় কল্যাণী এইমসের চিকিত্সকদের দিয়েও পার্থর চিকিত্সা হতে পারে। তবে বিচারপতি বলেন, কল্যাণী এইমসের উপরে কোনও ভরসা নেই। ওখানে নিয়োগ নিয়ে অভিযোগ রয়েছে। আপনারা ভুবনেশ্বর এইমসে দেখুন।
বিচারপতির ওই কথা শুনে ইডির আইনজীবী রাজু বলেন, ভুবনেশ্বরে নিয়ে গিয়ে পার্থর চিকিত্সা হতে পারে। আমরা এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে ভুবনেশ্বর থেকে টেস্ট করিয়ে নিয়ে আসতে পারি। সেই সময় নিম্ন আদালতে ভার্চুয়ালে মাধ্যমে অভিযুক্তকে হাজিরা করতে পারি। এরপরই বিচারপতি বলেন, আপনারা সেখানকার চিকিত্সকদের এখানে নিয়ে আসুন।
সবেমিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি আপাতত শেষে হয়েছে। কিছুক্ষণের মধ্য়েই এনিয়ে রায় দিতে পারে হাইকোর্ট।
আরও পড়ুন-পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কী ব্যবস্থা, ২৪ ঘণ্টায় অবস্থান বদল তৃণমূল কংগ্রেসের!