নিজস্ব প্রতিবেদন: মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে না রাজ্য। এই মর্মে এবার কর্মিবর্গ মন্ত্রককে চিঠি দিল স্বরাষ্ট্র বর্গ দফতর। একই বক্তব্য জানিয়ে সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের দফতর থেকে চিঠি গেল কেন্দ্রের দফতরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছে না রাজ্য। গত কয়েকদিন ধরে মুখ্যসচিবকে ঘিরে যে টানাপোড়েন চলছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নরেন্দ্র মোদীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, ‘আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রত্যাহার করুক কেন্দ্র।‘


আরও পড়ুন: SSKM থেকে পলাতক একবালপুর খুনে অন্যতম অভিযুক্ত মহম্মদ সাজিদ, চলছে খোঁজ


আরও পড়ুন: ‘রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র’, আলাপন-ইস্যুতে এবার সরব চন্দ্রিমা


পাশাপাশি চিঠিতে ক্ষোভপ্রকাশও করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সঙ্গে কোনও পরামর্শ না করে, কেন আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে কাজে যোগ দিতে বলা হল? এই বিষয়ে ক্ষোভ উগরে দেন তিনি। এই ধরনের ঘটনা নজিরবিহীন বলে ব্যাখ্যা করেন।  তিনি জানান, গোটা ঘটনায় তিনি অত্যন্ত হতবাক এবং মর্মাহত। চিঠিতে মুখ্যমন্ত্রী কলাইকুণ্ডার ঘটনার কথাও উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।