ওয়েব ডেক্স : রাজ্যে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। আজ একসঙ্গে প্রকাশিত হবে ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি পরীক্ষার রেজাল্ট।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ সকাল সাড়ে ১১টা নাগাদ বৈঠকে বসবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বেলা দেড়টা নাগাদ হবে সাংবাদিক বৈঠক। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে জয়েন্টের ফল। রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বেলা ৪টে থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।


এবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ১৭ মে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের জেরে প্রথমে নেওয়া যায়নি মেডিক্যাল জয়েন্ট। পরে এবিষয়ে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। তাতে এবছরের জন্য মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা নিতে অনুমতি দেওয়া হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। সেই পরীক্ষা হবে ২০ জুলাই।


এবার এক নজরে দেখে নেওয়া যাক কোথায় জানা যাবে এই ফল-


যে ওয়েবসাইটে জানা যাবে ফল


www.wejeeb.nic.in


www.exametc.com


www.indiaresults.net


www.westbengaleducation.net


www.results.westbengaleducation.net


মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ফল জানতে রেজিস্টার করতে হবে-


www.exametc.com


এছাড়াও WBJEE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ৫৪২৪২, ৫৬২৬৩ বা ৫৬৭৬৭৫০ নম্বরে এসএমএস করলে জানা যাবে ফল