নিজেস্ব প্রতিনিধি : এসআরএফটিআই থেকে বহিষ্কৃত ১৪ জন পড়ুয়াকে নিঃশর্তে ফেরাতে হবে। এই দাবিতে ডিরেক্টর, ডিন সহ শিক্ষকদের রাতভর ঘেরাও করে রাখল পড়ুয়ারা। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যেতে হয় ডিরেক্টরকে। ডিরেক্টরের সঙ্গে ঘেরাও করা হয় ডিন ও অন্যান্য শিক্ষকদেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ছাত্রদের সঙ্গেই থাকবে দিতে হবে, ছাত্রীদের বিক্ষোভে SRFTI-তে অচলাবস্থা


ডিরেক্টর ও ডিনের অভিযোগ, একের পর এক আইন অমান্য করছেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের সঙ্গে কথা বলার পরিস্থিতিই নেই। আলাদা লেডিজ হস্টেল থাকলেও, বয়েজ হস্টেলে থাকতে দিতে হবে ছাত্রীদের। এমন অদ্ভুত দাবিতে শুরু হয় এসআরএফটিআই-এর আন্দোলন। এরপরই ১৪ জন ছাত্রীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাঁদের ফিরিয়ে আনার দাবিতে নতুন করে শুরু হয় বিক্ষোভ-ঘেরাও। যদিও আন্দোলনকারীদের দাবি, তাঁরা ঘেরাও করেননি। অবস্থান চলছে।