‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে কিছুটা লাভই হবে`, মোদী-মমতার বৈঠক প্রসঙ্গে কী ইঙ্গিত দিলেন সুব্রত?
প্রধানমন্ত্রীর সঙ্গে একশো দিনের কাজ, এনআরসি ইস্যু-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে চান তিনি। বিরোধীদের সব দাবি নস্যাত্ করে এদিন সুব্রত মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকেই সায় দিলেন।
নিজস্ব প্রতিবেদন: আজ বিকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী নিয়ে আলোচনা হতে পারে, তা নিয়ে চলছে বঙ্গ রাজনীতিতে জোর চর্চা। রাজীবকে ধরতে যখন মরিয়া সিবিআই- সেই প্রেক্ষাপটে হঠাত্ কেন মুখ্যমন্ত্রীর দিল্লি সফর? জল্পনা উস্কে দিচ্ছেন বিরোধীরাও। মুখ্যমন্ত্রী আগেই দাবি করেছেন এটা 'রুটিন সফর' । এবার মমতার দিল্লি সফর নিয়ে মুখ খুললেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
“রাজ্যের ছোটো পুজোগুলি প্রায় বন্ধ হওয়ার অবস্থায়। আমি আশাবাদী প্রধানমন্ত্রীর সঙ্গে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর কিছু টাকার সুরাহা হবে।” মোদী-মমতা বৈঠক নিয়ে বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরেই গড়িয়াহাটের বাজার দেখছি। অন্যান্যবার পুজোর সময়ে দোকানে যা ভিড় থাকে, এবার তা হচ্ছে না। এমনকি রবিবার, ছুটির দিনেও সেই ভিড় চোখে পড়ছে না। বাজারের অবস্থায় খুবই খারাপ। কম বাজেটের পুজোগুলোও প্রায় বন্ধ হওয়ার মুখে।”এরপরই কথায় কথায় প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক প্রসঙ্গে বলেন, “এবার মুখ্যমন্ত্রী পুজোর আগে দিল্লি গিয়েছেন। আশা করছি কিছু তো লাভ হবেই। কিছু টাকার সুরাহা হবে। আমার দফতরে কয়েকশো কোটি টাকা আটকে রয়েছে। বিরোধীরা কী বললেন, তা নিয়ে আমরা কেউই ভাবিত নই।”
রাজীবকে খুঁজে বার করতে এবার ১৪ সদস্যের বিশেষ দল গঠন করল CBI
রাজীব কুমার-সিবিআই ইস্যুতে যখন রাজ্যে টানটান চিত্রনাট্যের পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে সরব বিরোধীরা। তাঁদের দাবি, রাজীবকে আড়াল করতেই ‘সেটিং’করতে তড়িঘড়ি দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও যাওয়ার ঠিক আগের মুহূর্তেও বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন রুটিন কাজেই দিল্লি যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে একশো দিনের কাজ, এনআরসি ইস্যু-সহ একাধিক বিষয়ে আলোচনা করতে চান তিনি। বিরোধীদের সব দাবি নস্যাত্ করে এদিন সুব্রত মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকেই সায় দিলেন।