ওয়েব ডেস্ক : SSKM -এ ভর্তি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরও ভালো চিকিত্সার জন্য তৃণমূল সাংসদকে সরকারি হাসপাতালে ভর্তি করা হল। ICU অ্যাম্বুলেন্সে করে আজ তাঁকে SSKM-এ নিয়ে আসা হয়।  উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নং কেবিনে ভর্তি হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। SSKM-এর এই কেবিনেই ভর্তি ছিলেন মদন মিত্রও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হার্টের সমস্যা তো ছিলই একইসঙ্গে কিডনির সমস্যার কথাও জানিয়েছেন সাংসদ। তাই নেফ্রোলজি ও কার্ডিওলজি বিশেষজ্ঞরা তাঁকে দেখছেন। একইসঙ্গে, অন্যান্য শারীরিক সমস্যা খতিয়ে তাঁকে দেখেন মেডিসিন বিশেষজ্ঞরাও।  সাংসদের চিকিত্সায় তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ডও।


আরও পড়ুন, খাপ পঞ্চায়েতের আঁচ খাস কলকাতায়