Yogi flyover contro: `ছবি নকল করে নির্লজ্জর মতো চিৎকার করছে BJP`, তোপ Sukhendu-র
সংবাদমাধ্যমের উপর চাপ সৃষ্টি করছে যোগী সরকার, অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: 'মা' উড়ালপুলের ছবি ব্যবহার করে যোগী সরকারের কর্মকাণ্ডের বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে আরও কড়া আক্রমণ করল তৃণমূল। সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) অভিযোগ করেন, "পশ্চিমবঙ্গের উন্নয়নের পরিকাঠামোর ছবি নকল করে নিজেদের বলে চালাচ্ছে যোগী সরকার। তারপরেও নির্লজ্জের মতো চিৎকার করছে।"
সোমবার সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের নিয়মকানুন সম্বলিত নথি তুলে ধরেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তিনি জানান, ৩ নম্বর ক্লজে স্পষ্ট বলা হয়েছে বিজ্ঞাপনের বিষয়বস্তু বিজ্ঞাপনদাতা বা কোনও বিজ্ঞাপন সংস্থাকেই দিতে হবে এবং ১১ নম্বর ক্লজে বলা হয়েছে, বিজ্ঞাপনদাতাকেই নিশ্চিত করতে হবে বিজ্ঞাপনের জন্য দেওয়া তথ্য সত্য। এরপর ফের যোগী সরকারকে নিশানা করেন সুখেন্দুশেখর রায়। তাঁর দাবি, চাপ সৃষ্টি করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দিয়ে ভুল স্বীকার করানো হয়েছে।
আরও পড়ুন: Bhabanipur By-Poll Case: পিছল উপনির্বাচন সংক্রান্ত মামলার শুনানি, কী বলল হাইকোর্ট?
আরও পড়ুন: ICore Chit Fund Case: শিল্প দফতরের অফিসে CBI, মন্ত্রী Partha Chatterjee-কে জিজ্ঞাসাবাদ
অন্যদিকে, যোগীর বিজ্ঞাপন বিতর্কে এবার RTI করেছে তৃণমূল। আরটিআই করছেন তৃণমূলের নেতা সাকেত গোখলে। বিজ্ঞাপনের অনুমোদন কে দিয়েছিল? উত্তরপ্রদেশ সরকারের কাছে জানতে চেয়েছেন তৃণমূল নেতা। চুক্তির প্রতিলিপিও চাওয়া হয়েছে।