ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন সুলতান আহমেদ । এমনই দাবি করলেন সিবিআইয়ের গোয়েন্দারা। নির্বাচনী ফান্ডের জন্য তিনি টাকা নেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ । সুলতান আহমেদের কাছে সেই সংক্রান্ত নথি চেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, চলতি সপ্তাহে সেই নথি জমা দেবেন বলে গোয়েন্দাদের জানিয়েছেন সুলতান আহমেদ । গতকালই দ্বিতীয়বার নোটিস পেয়ে সিবিআই দফতরে হাজিরা দেন তৃণমূল সাংসদ ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, নন্দীগ্রাম কাণ্ডে তিন পুলিস আধিকারিক সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হলদিয়া মহকুমা আদালত।  দুহাজার সাতের চোদ্দই মার্চের গুলি চালানোর ঘটনায় বারো জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট , গত শুক্রবার হলদিয়া আদালতে জমা করেছিল সিবিআই । সেই চার্জশিটের ভিত্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি হল। তত্‍কালীন পুলিস আধিকারিক সত্যজিত বন্দ্যোপাধ্যায়, দেবাশিস বড়াল ও স্থানীয় ও সি শেখর রায়কে গ্রেফতারের নির্দেশে দেওয়া হয়েছে।