জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল আন্দলনরত কর্মচারীরা।এই মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। ডিএ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ত। আগামী ৫ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত মাসের ৩ তারিখে ফের পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি। এর আগে কলকাতা হাই কোর্ট মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে রায় দেয়। এরপরেই সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় সরকার। ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে।  


আরও পড়ুন: TET Recruitment Case: ৪ ঘণ্টার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর, পর্ষদ সভাপতিকে কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের


সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি হয় সেই বছরের ২৮ নভেম্বর। সর্বোচ্চ আদালতে রাজ্যের হয়ে এই মামলা লড়ছেন মুকুল রোহতগি। প্রথম শুনানির দিনেই জানা জান্য যে পরের শুনানির দিন অর্থাৎ ৫ ডিসেম্বরে এই মামলা শেষ হবে।


আরও পড়ুন: Calcutta High Court: 'সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে?' রাজ্যকে তোপ, শুভেন্দুর সভাকেও অনুমতি হাইকোর্টের!


এরপরেই রাজ্য সরকারের তরফে আইনজীবী বদল করা হয়। দায়িত্বে আসেন অভিষেক মনু সিঙঘভি। এর পর থেকেই বার বার পিছিয়ে যায় শুনানি।


এর আগে গত বুধবার বিধানসভায় ডিএ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক’। পাশপাহসি তিনি বামেদের আক্রমণ করে বলেন যে তাদের জন্যই সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন এখনও বাম জমানার ঋণ শোধ করছে তাঁর সরকার।


তিনি  বিধানসভায় মনে করিয়ে দেন যে ২০১৯ সাল পর্যন্ত পঞ্চম বেতন কমিশনকে গুরুত্ব দিয়েই ডিএ দেওয়া হয়েছে। বিধানসভায় রাজ্য সরকারের কর্মীদের বেতন কাঠামো, সুযোগ সুবিধার কথা তুলে ধরেন তিনি।


দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)