Calcutta High Court: 'সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে?' রাজ্যকে তোপ, শুভেন্দুর সভাকেও অনুমতি হাইকোর্টের!
"মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন ? শেষবার যখন শাসক দল সভা করেছিল, তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন?"
অর্ণবাংশু নিয়োগী: শাহি সভার পর এবার শুভেন্দুর সভাতেও অনুমতি হাইকোর্টের। আগামী ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের। যে সভায় উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুপুর ২টো থেকে ৫টা সভা। বিজেপির খেজুরির সভাকে অনুমতি দেওয়ার দিনেও আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্যকে।
শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিসকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে? মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন ? শেষবার যখন শাসক দল সভা করেছিল, তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন? বিচারপতি জয় সেনগুপ্তর একের পর এক চোখা চোখা প্রশ্নের মুখে এদিন পড়ে রাজ্য। প্রসঙ্গত, ধর্মতলায় শাহি সভার খেজুরিতে শুভেন্দুর সভাকেও প্রথমে অনুমতি দেয়নি পুলিস। পুলিস অনুমতি না দেওয়াতেই, আদালতের দ্বারস্থ হয় বিজেপি। এদিন বিচারপতি জয় সেনগুপ্ত ২ শর্তে ২ ডিসেম্বরের খেজুরির বিজেপির সভাকে অনুমতি দেন। সভা প্রসঙ্গে আদালতের নির্দেশ, শব্দবিধি মেনে শান্তিপূর্ণ সভা করতে হবে। কোনও উস্কানিমূলক বক্তব্য রাখা যাবে না।
প্রসঙ্গত, এর আগে ধর্মতলায় শাহি সভাকে অনুমতি দেওয়ার প্রসঙ্গেও হাইকোর্টের প্রধান বিচারপতির কড়া তোপের মুখে পড়েছিল রাজ্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে ২৯ নভেম্বর ধর্মতলায় শাহি সভায় সবুজ সংকেত হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এই রাজ্যে ধরনা, মিছিল, অবস্থান রোজ হয়। বিশেষ করে এটা কলকাতায় হয়ে দাঁড়িয়েছে। আর যদি তাই হয়, তাহলে আপনারা আবেদনের যে সময়ের কথা বলছেন, তাতে অকারণে সমস্যা তৈরি করছেন। অকারণে রাজনীতি রাজনীতি করছেন। সভার জন্য ২-৩ সপ্তাহ আগে আবেদন করা-ই যথেষ্ট। আর যদি বন্ধ করারই হয়, তাহলে সব বন্ধ করা হবে। সবাইকে সমান চোখে দেখতে হবে। ২১ জুলাই সভা তাহলে বন্ধ করে দিন। কেউ-ই তাহলে আর সভা করতে চাইবে না! ২১ জুলাই সভা তৃণমূল করে। তাহলে বাকিরাই বা বাদ যাবে কেন? রং-কে গুরুত্ব দিচ্ছেন মনে হয়! সবার জন্য সমান আইন হোক।"
আরও পড়ুন, Sovan Chatterjee: ৬ বছর ধরে আমাদের উপর অত্যাচার চলছে, শোভনের মন্তব্যে ফের তৃণমূল-জল্পনা
দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)