ওয়েব ডেস্ক: নারদকাণ্ডে অভিযুক্তদের CBI হেফাজতে রেখে বিচার করতে হবে। এমনই দাবি তুললেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। একইসঙ্গে দ্রুত  সংসদের নীতি কমিটির বৈঠকের দাবি সিপিএম রাজ্য সম্পাদকের। অভিযুক্তদের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে আজ রাস্তায় নামছে বামেরা। ধর্মতলার ওয়াই চ্যানেল-থেকে শুরু হবে মিছিল । শেষ এন্টালি বাজারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন স্কুলে টিফিন নিয়ে বান্ধবীর সঙ্গে মন কষাকষি, বেহালায় আত্মঘাতী ক্লাস সিক্সের ছাত্রী


প্রসঙ্গত, ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে এক মাসের তদন্তের পর আজ নারদকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের ১৩ জন শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এফআইআরে নাম রয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সহ-সম্পাদক তথা প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের। এই ১৩ জনের তালিকায় নাম রয়েছে লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায়ের বিরুদ্ধেও। নাম আছে সারদা কাণ্ডে অভিযুক্ত জেল খাটা তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন এবং ক্রীড়া মন্ত্রী মদন মিত্রেরও। এই এফআইআরের তালিকায় নাম রয়েছে আইপিএস মির্জারও। সাংসদ সুলতান আহমেদ, সাংসদ ইকবাল আহমেদ, সাংসদ কাকলি ঘোষ, সাংসদ প্রসূন ব্যানার্জি, বিধায়ক তথা পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম রয়েছে সিবিআইয়ের এফআইআরের তালিকায়, এমনই খবর সংবাদসংস্থা এএনআইয়ের।


আরও পড়ুন  আজ মেট্রো টানেলে নামেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়